
কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেটে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রান করা মহিলা ক্রিকেটার হলেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে ১০ রানের মাইলফলক পার করলেন। এর আগে মিতালি রাজ ছিলেন ভারতে এই রেকর্ডের একমাত্র মালকিন। ২০১৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন মিতালির। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান টপকে যেতে স্মৃতির দরকার ছিল ২৭ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাত্র ২০ বলে সেই লক্ষ্য পূরণ করেন। ৪৮ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। ১১টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজিয়েছেন ইনিংস। স্ট্রাইক রেটও ছিল চোখ ধাঁধানো, ১৭০.২। এটি আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতির ৩২তম অর্ধশতরান।
নিউজিল্যান্ডের সুজি বেটস এবং ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান করা মহিলা ক্রিকেটারদের তালিকায় নাম লেখালেন স্মৃতিও। নজরকাড়া কেরিয়ারও বাঁ হাতি ওপেনারের। ৭টি টেস্ট ম্যাচে তিনি করেছেন ৬২৯ রান। টি-টোয়েন্টিতেও তিনি ভারতের সাফল্যের অন্যতম স্তম্ভ। এর আগেও টি-টোয়েন্টির ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন স্মৃতি। শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাখাপত্তনমে তিনি মহিলা টি-টোয়েন্টিতে ৪,০০০ রান পূর্ণ করেন। স্মৃতির সামনে রয়েছে মিতালি রাজের আন্তর্জাতিক ক্রিকেটে ১০,৮৬৮ টপকে যাওয়ার সুযোগ। তা যে অচিরেই হবে, সন্দেহ নেই।
কিছুদিন আগে দেশের মাঠে হয়ে যাওয়া মহিলা ওডিআই বিশ্বকাপে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্মৃতি। ৯ ইনিংসে করেন ৪৩৪ রান। গড় ৫৪.২৫। একই বছরে তিনি ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ রান করেন, ২৩ ইনিংসে ১,৩৬২ রান। যার মধ্যে ছিল ৫টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ২০২৬ মহিলা প্রিমিয়ার লিগে স্মৃতি মান্ধানা নেতৃত্ব দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে। স্মৃতির ব্যাটে ভর করেই বড় সাফল্যের স্বপ্ন দেখছে আরসিবি।