Watch Video: বিশ্বজয়ের আনন্দে ভাসার আগে প্রতিপক্ষের কান্না মুছিয়ে দিলেন! ম্যাচ শেষেও মন জয় করলেন স্মৃতি-জেমাইমারা

IND W vs SA W, CWC Final: বিশ্বকাপ ফাইনালে ৫২ রানে হেরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। অনেকে হতাশায় মাটিতে বসে পড়েন, কেউ কেউ দুই হাতে মুখ ঢেকে অঝোরে কাঁদতে থাকেন।

Watch Video: বিশ্বজয়ের আনন্দে ভাসার আগে প্রতিপক্ষের কান্না মুছিয়ে দিলেন! ম্যাচ শেষেও মন জয় করলেন স্মৃতি-জেমাইমারা
বিশ্বজয়ের আনন্দে ভাসার আগে প্রতিপক্ষের কান্না মুছিয়ে দিলেন! ম্যাচ শেষেও মন জয় করলে স্মৃতি-জেমাইমারাImage Credit source: ICC

Nov 03, 2025 | 1:24 PM

একদিকে বিশ্বজয়ের উন্মাদনা, অন্যদিকে স্বপ্নভঙ্গের বেদনা। ওডিআই বিশ্বকাপের (ICC Women’s World Cup) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে যখন ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team) ইতিহাস তৈরি করল, তখন ভারতের খেলোয়াড়দের চোখে ছিল আনন্দের জল। কিন্তু তার মধ্যেই হার-জিতের ঊর্ধ্বে উঠে এক অসাধারণ মানবিক দৃশ্য দেখা গেল। ভারতীয় দলের তারকা স্মৃতি মান্ধানা এবং জেমাইমা রড্রিগজরা ভেঙে পড়া প্রোটিয়াদের সান্ত্বনা দিলেন।

খেলা শেষ হতেই আবেগের বিস্ফোরণ শুরু

বিশ্বকাপ ফাইনালে ৫২ রানে হেরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। অনেকে হতাশায় মাটিতে বসে পড়েন, কেউ কেউ দুই হাতে মুখ ঢেকে অঝোরে কাঁদতে থাকেন। বিশেষ করে দলের অভিজ্ঞ ক্রিকেটার মারিজান কাপ এবং অধিনায়ক লরা উলভার্টকে গভীরভাবে ভেঙে পড়তে দেখা যায়।

ঠিক সেই সময়ে, নিজেদের সেলিব্রেশন ছেড়ে ভারতের স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগজ, রাধা যাদবরা পৌঁছে যান দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের কাছে। তাঁরা তাঁদের আলিঙ্গন করেন, পিঠ চাপড়ে সহানুভূতি জানান এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরাজয়ের যন্ত্রণায় কাতর খেলোয়াড়দের পাশে ভারতীয়দের এই বন্ধুত্বের বার্তা স্পোর্টসম্যানশিপের এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করে।

এক ঝলকে দেখে নিম্নে নিন সেই ভিডিয়ো—

ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয়

আইসিসি নিজেদের ইন্সটাগ্রামে এই দৃশ্যটির ভিডিয়ো শেয়ার করেছে। পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজ়েনরা ভারতীয় ক্রিকেটারদের এই আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, আসল জয় এখানেই। ট্রফি জেতার চেয়েও এমন মানবিকতা অনেক বেশি মূল্যবান।