বিরাটের ব্যর্থতায় ট্রোলড অনুষ্কা

প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন বিরাট। অনুষ্কা সন্তানসম্ভবা। যে কারণে বিরাট অভিভাবকত্বের ছুটি নিয়েছেন। যা নিয়ে আরও বেশি সরগরম সোশ্যাল মিডিয়া।

বিরাটের ব্যর্থতায় ট্রোলড অনুষ্কা
অনুষ্কার সন্তানসম্ভবা হওয়ার খবর যে দিন দিয়েছিলেন বিরাট। ছবি সৌজন্য়ে - টুইটার (বিরাট কোহলি)

|

Dec 19, 2020 | 7:23 PM

TV9 বাংলা ডিজিটাল – ভারতের টেস্ট বিপর্যয়ের পর ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাট কোহলির (Virat Kohli) ভারত খারাপ কিছু করলেই তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অস্ট্রেলিয়ার কাছে অ্যাডিলেডে ভারত ৩৬ রানে অলআউট হওয়ার পর স্বাভাবিক ভাবেই অনুষ্কা-চর্চা চলছে।

 

 

প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন বিরাট। অনুষ্কা সন্তানসম্ভবা। যে কারণে বিরাট অভিভাবকত্বের ছুটি নিয়েছেন। যা নিয়ে আরও বেশি সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ লিখছেন, স্ত্রী সন্তানসম্ভবা তাই, বিরাট তাড়াতাড়ি দেশে ফিরেত চাইছেন। ইঙ্গিত করা হচ্ছে আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়াকে। কেউ আবার বিরাটের ছবি পোস্ট করে লিখেছেন, অনুষ্কা হামনে আরসিবিকা লোয়েস্ট স্কোরকা রেকর্ড তোড় দিয়া। কেউ কেউ আবার এর বিরোধীতাও করছেন। লিখেছেন, কিছু হলেই অনুষ্কাকে টার্গেট করা বন্ধ হোক।

 

 

বিরাট শেষ তিনটি টেস্ট খেলতে পারছেন না। যা ভারতীয় টিমের কাছে বড় ধাক্কা। বিশেষ করে অ্যাডিলেডে এই লজ্জার হারের পর বিরাটকে আরও বেশি দরকার ছিল টিমে। বিরাট নিজেও যা অনুভব করছেন। কিন্তু এই সময়টা তিনি তাঁর স্ত্রীর পাশে থাকতে চান, তা অনেক আগেই ঠিক করে রেখেছেন। যে সিদ্ধান্ত নিয়ে কম জলঘোলা হয়নি। অনকেই প্রশ্ন তুলেছেন, এমন গুরুত্বপূর্ণ একটা সফর থেকে ভারতের ক্যাপ্টেন কি করে ফিরে আসছেন?

আরও পড়ুন – লজ্জার হারের পর ভারতীয় শিবিরে সামি ধাক্কা

অতীতে বিরাট যখন ফর্মে ছিলেন না, অনুষ্কাকেই দায়ী করা হয়েছে। এ নিয়ে একবার অনুষ্কা যথেষ্ট বিরক্তিও প্রকাশ করেছিলেন। ব্যক্তিগত জীবনের সঙ্গে ক্রিকেট মাঠকে, বিরাটের রান পাওয়া না পাওয়াকে যারা মেলাতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে নিজের ক্ষোভ গোপন করেননি। আইপিএলের সময় সুনীল গাভাসকর যখন বিরাট-অনুষ্কার লকডাউন ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অনুষ্কা সরাসরি তার জবাব দিয়েছিলেন।

এ বারও কি অনুষ্কা মুখ খুলবেন ?