Sourav Ganguly on Virat Kohli: বিরাটের ব্যাটিং দেখে নিজেকে ভাগ্যবান বলছেন মহারাজ, কিন্তু কেন?
IND vs ENG: বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার বিরাট কোহলি। ৩৫ বছর বয়সেও এক্কেবারে ফিটনেসের তুঙ্গে রয়েছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে প্রথম ২টো টেস্টে ব্যক্তিগত কারণে খেলছেন না বিরাট কোহলি। হায়দরাবাদে টিম ইন্ডিয়া ২৮ রানে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরেছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে।

কলকাতা: তাঁর ব্যাটিং উপভোগ করেন আট থেকে আশি। তালিকায় রয়েছেন তাঁর সতীর্থ থেকে শুরু করে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। সাধে কী তাঁকে রানমেশিন, চেজমাস্টার বলেন তাঁর অনুরাগীরা! সকল অনুরাগীদের মনে একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। এই তিনি হলেন, বিরাট কোহলি। তিনি তরুণদের অনুপ্রাণিত করেন। তিনি ফিটনেসের সংজ্ঞা বদলে দিয়েছেন। ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ বলেছিলেন, ‘বিরাট সকলকে অনুপ্রাণিত করে। ও সব সময় যা করে জুনিয়ররা তার অর্ধেক করলেও দলটা বদলে যাবে।’ সম্প্রতি দলের ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছেন, ‘বিরাটকে দেখে জুনিয়রদের শেখা উচিত। এমনকি আমারা সবাই ওর কাছে শিখি।’ এ বার ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) টিম ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলিকে (Virat Kohli) প্রশংসায় ভরালেন।
বিরাট কোহলির রানের খিদে এখনও মেটেনি। এমনটাই মনে করেন মহারাজ। তাঁর ব্যাটিং দেখতে পারায় নিজেকে ভাগ্যবানও মনে করেন সৌরভ। সম্প্রতি ইন্ডিয়া টিভি ক্রিকেটকে সৌরভ বলেছেন, ‘বিরাট কোহলির ব্যাটিং বেশ উপভোগ করি। ওর ব্যাটিং দেখতে পাই বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ক্রিকেটের প্রতি ওর প্যাশন, আবেগ এক কথায় অসাধারণ। ওর রানের খিদে প্রতিদিন বাড়ছে। ও মাঠে এবং মাঠের বাইরে এখনও কঠোর পরিশ্রম করে।’
বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার বিরাট কোহলি। ৩৫ বছর বয়সেও এক্কেবারে ফিটনেসের তুঙ্গে রয়েছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে প্রথম ২টো টেস্টে ব্যক্তিগত কারণে খেলছেন না বিরাট কোহলি। হায়দরাবাদে টিম ইন্ডিয়া ২৮ রানে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরেছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে। কোহলি তৃতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন।





