Sourav Ganguly-Steve Waugh: ইডেনে সেই দাদাগিরি মনে পড়ে! স্টিভ ওয়ার মতো দাপুটে অধিনায়কও অস্বস্তিতে পড়েছিলেন…

IND vs AUS, Retro Story: অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছিল ভারত। সেই সিরিজ ০-১ পিছিয়ে থেকে ২-১ ব্যবধানে জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হলে এই ম্যাচের প্রসঙ্গ উঠবেই।

Sourav Ganguly-Steve Waugh: ইডেনে সেই দাদাগিরি মনে পড়ে! স্টিভ ওয়ার মতো দাপুটে অধিনায়কও অস্বস্তিতে পড়েছিলেন...
Image Credit source: twitter, FILE
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 8:30 AM

কলকাতা : সামনে আরও একটা ভারত-অস্ট্রেলিয়া মহারণ। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বরাবর দাপট দেখা যেত অজিদের। আর সে দেশে খেলা হলে তো কথাই নেই। কিন্তু অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যা অবিস্মরণীয় একটা ম্যাচ। ২০০১ সালে ইডেন গার্ডেন্সের সেই টেস্টে নানা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। টানা ১৫টি টেস্ট জিতে ভারত সফরে এসেছিল স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সারা বিশ্বেই তখন অস্ট্রেলিয়ার দাপট। ভারতের বিরুদ্ধেও এক তরফা সিরিজ হবে, এমনটাই প্রত্যাশা ছিল। সিরিজের শুরুটাও হয়েছিল সে ভাবেই। জয় দিয়েই সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কলার তুলছিলেন। কিন্তু ইডেন গার্ডেন্সে মাথা নত। ইডেন দেখেছিল দাদাগিরি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ দেখেছিল ইডেন গার্ডেন্স এবং ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া মাঠের বাইরেও প্রতিপক্ষর ওপর চাপ তৈরি করত। মুখের লড়াইয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দিত। তবে সেই সিরিজে উল্টো হয়েছিল। ১-০ এগিয়ে ইডেনে নেমেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর আগেই স্টিভ ওয়ার অস্বস্তি বাড়ান তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টিভ ওয়া টসের জন্য প্রস্তুত। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে তখনও ক্রিজে পৌঁছতে দেখা যাচ্ছে না। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় স্টিভ ওয়াকে। অবশেষে সৌরভের দেখা মেলে। সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তীতে যদিও এই ঘটনার ব্যাখ্যায় বলেছিলেন, ব্লেজার খুঁজে না পাওয়ায় দেরি হয়েছিল তাঁর। এই থিয়োরি অবশ্য কেউই মানতে নারাজ। অস্ট্রেলিয়ার মনোবলে আঘাত করতেই যে সৌরভ এমনটা করেছিলেন, সেটাই মনে করা হয়।

টসের সময় যে ধাক্কা খেয়েছিল অজি টিম, সেখান থেকে আর বেরোতে পারেনি। ফলো অন খেয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ভারতীয় দলের। রাহুল দ্রাবিড়-ভিভিএস লক্ষ্মণের মহাকাব্যিক জুটি। হরভজন সিংয়ের হ্যাটট্রিক। অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছিল ভারত। সেই সিরিজ ০-১ পিছিয়ে থেকে ২-১ ব্যবধানে জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হলে এই ম্যাচের প্রসঙ্গ উঠবেই।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে