AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, বাতিল শ্রীলঙ্কা-বাংলাদেশের অনুশীলন

Bangladesh vs Sri Lanka: শুক্রবার অনুশীলনে নামার কথা ছিল শ্রীলঙ্কারও। লঙ্কানরাও অনুশীলন বাতিল করেছে বলেই জানা যাচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বায়ুদূষণের কারণে শুক্রবারের অনুশীলন বাতিল হয়েছে। আইসিসির তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি কী হয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

ICC ODI World Cup 2023: ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী, বাতিল শ্রীলঙ্কা-বাংলাদেশের অনুশীলন
দিল্লির বায়ুদূষণের জেরে বাতিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনুশীলন
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 7:01 PM
Share

নয়াদিল্লি: তেইশের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে কার্যত ছুটি হয়ে গিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলের। সোমবার, ৬ নভেম্বর  দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই কারণেই দিল্লিতে উপস্থিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্রমাগত বায়ুদূষণ বেড়ে চলেছে দিল্লিতে। রাস্তায় মাস্ক পরতে হচ্ছে লোকজনকে, পরিস্থিতি এমন জায়গায় গড়িয়েছে। এই পরিস্থিতিতে সোমবার কীভাবে আয়োজিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। দূষণের মাত্রা এতটাই ভয়াবহ যে, দুই দলই শনিবারের অনুশীলন বাতিল করেছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বায়ুদূষণের পারদ ক্রমাগত বেড়েই চলেছে দিল্লিতে।এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪০০ ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যেই। ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। রাস্তাঘাটে মাস্ক ব্যবহার করতে হচ্ছে মানুষজনকে। এই পরিস্থিতিতে দুই দলই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, “আজ শুক্রবার আমাদের অনুশীলন ছিল। কিন্তু পরিবেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাইনি। অনুশীলনের জন্য আরও ২ দিন হাতে আছে আমাদের। দলের কারও কারও কাশি হয়েছে। আমরা চাই না কেউ অসুস্থ হয়ে পড়ুক। পরিস্থিতির উন্নতি ঘটবে কি না, সেটাও জানতে পারছি না এখনও। তবে আজ না হলেও শনিবার অনুশীলন করব। ৬ নভেম্বরের ম্যাচের জন্য সব ক্রিকেটাররা ফিট থাকুক এটাই চাই।”

শুক্রবার অনুশীলনে নামার কথা ছিল শ্রীলঙ্কারও। লঙ্কানরাও অনুশীলন বাতিল করেছে বলেই জানা যাচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, বায়ুদূষণের কারণে শুক্রবারের অনুশীলন বাতিল হয়েছে। আইসিসির তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি কী হয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হবে বলেও জানা গিয়েছে। বায়ুদূষণের জন্য দিল্লিতে ইতিমধ্য়েই সরকারের তরফে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে । স্কুল,অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতে সোমবারের ম্যাচ সত্যিই প্রশ্নের মুখে।