AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWCQ 2023 : অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা, অপরাজিত থেকে বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন

অপরাজিত থেকে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছেন দাসুন শনাকারা। বাছাইপর্বে লিগ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত একটিও ম্যাচে হারেননি তাঁরা।

CWCQ 2023 : অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা, অপরাজিত থেকে বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 8:18 PM
Share

হারারে : বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে আসছে শ্রীলঙ্কা। জিম্বাবোয়ে সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপের বাছাইপর্ব থেকে জায়গা করে নিয়েছে দুটি টিম। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পর দুটি টিমের মধ্যে নিয়মরক্ষার ফাইনাল ম্যাচ ছিল আজ। সেই ম্যাচে ডাচদের ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। অপরাজিত থেকে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছেন দাসুন শনাকারা। বাছাইপর্বে লিগ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত একটিও ম্যাচে হারেননি তাঁরা। এমনকী ওয়ার্ম আপ ম্যাচেও জিতেছিল শ্রীলঙ্কা। শেষম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ওডিআই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। বাছাইপর্বে ডাচদের স্বপ্নের দৌড় থামাল লঙ্কা। ফাইনালে ১২৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের। ম্যাচ সেরা হয়েছেন দাসুন শনাকা। ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত খেটে যায় নেদারল্যান্ডসের। এদিন ৪৭.৫ ওভারেই শ্রীলঙ্কাকে ২৩৩ রানে গুটিয়ে দেয় তারা। ম্যাচের প্রথম থেকেই লঙ্কা ব্যাটারদের স্বস্তিতে থাকতে দেননি লোগান ভ্যান বিক, রায়ান ক্লেয়ন, বিক্রমজিৎ সিংরা। ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ফেলেছি শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৭ রান আসে সাহান আরচচিগের ম্যাচে। ৪৩ রান করেন কুশল মেন্ডিস। লোগান ভ্যান বিক, সাকিব জুলভিকর, রায়ান ক্লেয়ন এবং বিক্রমজিৎ সিং দুটি করে উইকেট নেন। নেদারল্যান্ডসের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩৮ রান। জবাবে ১০৫ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।

নেদাল্যান্ডসকে দ্রুত গুটিয়ে দিতে বড় ভূমিকা নেন দিলশান মধুশঙ্কা। পাওয়ার প্লে ওভারে ডাচদের ব্যাটিং অর্ডার নড়িয়ে দিয়েছিলেন তিনি। সাত ওভার বল করে তিনটি উইকেট নেন মাত্র ১৮ রানের বিনিময়ে। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহেশ থিকসানা নেন ৬টি উইকেট।