Sunil Gavaskar: জন্মের পরই হারিয়ে গিয়েছিলেন! ক্রিকেটার না হলে কী হতেন সুনীল গাভাসকর?

Jul 10, 2023 | 6:45 AM

Happy Birthday Sunil Gavaskar: পড়ে মনে হতেই পারে, এ তো আজগুবি গল্পও হতে পারে! সুনীল গাভাসকর তাঁর আত্মজীবনী 'সানি ডেজ'-এ এই বিষয়টি খোলসা করেছেন। খোদ সানিই জানিয়েছেন, ছোট্ট বেলায় মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়ার সেই গল্প হলেও সত্যি ঘটনা।

Sunil Gavaskar: জন্মের পরই হারিয়ে গিয়েছিলেন! ক্রিকেটার না হলে কী হতেন সুনীল গাভাসকর?
Image Credit source: ICC

Follow Us

জন্মদিনে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। কিন্তু এই লাইনটি লেখার পর শিরোনাম দেখে প্রশ্ন আসতে পারে, সত্যিই তো, ক্রিকেটার না হলে কী হতে পারতেন সুনীল গাভাসকর! এখানে বরং প্রশ্নটা একটু ভুল হল। বরং বলা ভালো, কী হতেন? প্রতিটি সন্তানের কাছে তাঁর প্রথম এবং শেষ আশ্রয় মা-বাবা। কিন্তু একটা ছোট্ট ভুলে যদি সব হারিয়ে যায়? সুনীল গাভাসকরের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা ছোট্ট ভুল, হারিয়ে যেতে বসেছিল সব কিছু। কিংবদন্তি সুনীল গাভাসকরের জন্মদিনে TV9Bangla Sports-এর বিশেষ প্রতিবেদনে রইল সেই গল্প।

লর্ডসে ১৯৮৩ সালে ভারতের রূপকথার বিশ্বকাপ জয়ের অন্যতম সেনানী সুনীল গাভাসকর। টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন। এসব কিছুই হত না। ঠিক কী হয়েছিল?

সুনীল গাভাসকরের জন্ম আজকের দিনে, ১৯৪৯ সালে। মুম্বইয়ের পুরন্দরিয়া হাসপাতালে জন্ম তাঁর। পরিবারের নতুন সদস্যকে দেখতে হাসপাতালে হাজির অনেকেই। পরিবারের এক সদস্য লক্ষ্য করেন, শিশুর কানে একটি ছিদ্র রয়েছে। চিহ্ন দেওয়ার মতোই। কিন্তু ক’দিন পরই ঘটল গন্ডগোল। হঠাৎ কোথায় হারিয়ে গেল সেই ছিদ্র! বাচ্চা অদল বদল হয়ে যায়নি তো! সেই সন্দেহ থেকেই হাসপাতালে খোঁজ শুরু হয়। অনেক হাঙ্গামাও হয়।

অবশেষে কানে ছিদ্র থাকা সেই শিশুকে পাওয়া যায় এক জেলে পরিবারের কাছে। সেই শিশুটিকে তাঁর আসল মায়ের কাছে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। শিশুটি কে, নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না? সুনীল গাভাসকর। পরিবারের সদস্যরা সময় মতো খোঁজ না করলে সুনীল গাভাসকর হয়তো সেই জেলে পরিবারেই মানুষ হতেন। ক্রিকেটার হতেন কীনা, নিশ্চয়তা নেই। হয়তো তিনিও মৎসজীবি হতেন, কিংবা অন্য কোনও ভাবে জীবিকা নির্বাহ করতেন। কী হলে, কী হত, তা ভাবতে হয়নি, কারণ হারিয়ে গেলেও মায়ের কাছে ফিরেও এসেছিল সেই শিশু।

পড়ে মনে হতেই পারে, এ তো আজগুবি গল্পও হতে পারে! সুনীল গাভাসকর তাঁর আত্মজীবনী ‘সানি ডেজ’-এ এই বিষয়টি খোলসা করেছেন। খোদ সানিই জানিয়েছেন, ছোট্ট বেলায় মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়ার সেই গল্প হলেও সত্যি ঘটনা।

Next Article