AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami : বিশ্বকাপের আগে চরম বিপাকে সামি, হতে পারেন গ্রেফতার!

গ্রেফতারিতে স্থগিতাদেশ ও বিচার প্রক্রিয়ায় দেরি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। চার বছর ধরে মামলার শুনানি হয়নি।

Mohammed Shami : বিশ্বকাপের আগে চরম বিপাকে সামি, হতে পারেন গ্রেফতার!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 7:18 AM
Share

কলকাতা : ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। বর্তমানে ছুটি কাটাচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে নিজেকে তরতাজা করে মাঠে নামতে চান। কিন্তু ছুটিতেও স্বস্তি থাকছে না ক্রিকেটারের। আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে স্ত্রী হাসিন জাহানের করা গার্হস্থ্য হিংসা মামলা। এই মামলায় সামির গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতার এক নিম্ন আদালত। এরপর গ্রেফতারিতে স্থগিতাদেশ ও বিচার প্রক্রিয়ায় দেরি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসিন জাহান। চার বছর ধরে মামলার শুনানি হয়নি। তারই প্রেক্ষিতে আলিপুর সেশন কোর্টকে আগামী একমাসের মধ্যে এই মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মাসখানেকের মধ্যে বিষয়টির মিটমাট না হলে গ্রেফতারির স্থগতিদেশ নিয়ে ভাবারও নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে স্থগিতাদেশ তুলে নিলে বিশ্বকাপের আগেই গ্রেফতার হতে পারেন জাতীয় দলের ক্রিকেটার! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

২০১৮ সালে সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা-সহ একাধিক অভিযোগ থানায় করেছিলেন হাসিন জাহান। ২০১৯ সালের ২৯ অগস্ট সামিকে গ্রেফতারের নির্দেশ দেয় আলিপুর আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে নিম্ন আদালতে পাল্টা আবেদন করেন সামি। তাতে স্বস্তি পান তিনি। ২০১৯ সালের ২ নভেম্বর পর্যন্ত সামির গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপর মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। দ্রুত মামলাটির যাতে নিস্পত্তি হয় তারই আবেদন নিয়ে সুপ্রিয় কোর্টের দ্বারস্থ হন হাসিন। তারই ভিত্তিতে বৃহস্পতিবার সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএ নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ আলিপুর সেশন কোর্টকে এক মাসের মধ্যে মামলার শুনানির নির্দেশ দিয়েছে।

গার্হস্য হিংসা, পণ নেওয়ায় জোরাজুরি, যৌন কর্মীদের সঙ্গে সম্পর্ক- সামির বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে হাসিনের। সামির পরিবারের উপরও অভিযোগ রয়েছে তাঁর। হাসিনের অভিযোগ, একটি আলাদা মোবাইল থেকে যৌনকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সামি। সেই মোবাইলটি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ।