জল্পনার অবসান, সিডনিতেই হবে তৃতীয় টেস্ট

sushovan mukherjee |

Dec 29, 2020 | 6:04 PM

৭ জানুয়ারিতে শুরু হবে তৃতীয় টেস্ট। ভারতীয় দল এখনই সিডনি যাচ্ছে না। বরং মেলবোর্নে থেকেই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করবেন রাহানেরা।

জল্পনার অবসান, সিডনিতেই হবে তৃতীয় টেস্ট
পিঙ্ক টেস্ট হচ্ছে সিডনিতেই। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – সমস্ত জল্পনার অবসান। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট (3rd test) হবে সিডনি (Sydney) ক্রিকেট গ্রাউন্ডেই। মঙ্গলবার তাদের সিদ্ধান্তর কথা জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনা (corona) সংক্রমণের জেরে তৃতীয় টেস্ট সিডিনিতে আয়োজন করা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে সিডনিতেই হবে পিঙ্ক টেস্ট।

 

 

অস্ট্রেলিয়ার মাটিতে নতুন বছরের শুরুতে টেস্ট ম্যাচ আয়োজন করে সিডনি। একই সঙ্গে গ্লেন ম্যাকগ্রা ফাউন্ডেশনের উদ্যোগে এই টেস্ট পরিচিত পিঙ্ক টেস্ট হিসেবে। এটাই অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঐতিহ্য। গত কয়েক সপ্তাহ থেকেই পরিস্থিতির ওপর নজর রাখছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। একই সঙ্গে আলোচনা চলছিলে স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গেও। সব দিকে দেখেই সিডনিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত।

আরও পড়ুন – রাহানে অত্যন্ত ধূর্ত ক্যাপ্টেন, বলছেন শাস্ত্রী

৭ জানুয়ারিতে শুরু হবে তৃতীয় টেস্ট। ভারতীয় দল এখনই সিডনি যাচ্ছে না। বরং মেলবোর্নে থেকেই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করবেন রাহানেরা। রোহিত শর্মা এখন রয়েছেন সিডনিতে। তিনি সিডনিতেই থাকবেন নাকি মেলবোর্নে এসে দলের সঙ্গে অনুশীলন করবেন, সেটা নিয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Next Article