সিডনিতে নটরাজনের অভিষেক?

sushovan mukherjee |

Dec 30, 2020 | 1:23 PM

টি-২০ সিরিজে দুরন্ত বোলিং করেন নটরাজন। তাই নেট বোলার হিসেবে তাঁকে টেস্ট দলের সঙ্গে রেখে দেওয়ার কথা জানায় বোর্ড। এবার টেস্ট খেলার হাতছানি।

সিডনিতে নটরাজনের অভিষেক?
টি-২০ সিরিজ শেষে অধিনায়ক বিরাটের সঙ্গে নটরাজন। ছবি সৌজন্যে - টুইটার (বিসিসিআই)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – সব ঠিক থাকলে সিডনিতে (Sydney) আরও এক ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হতে চলেছে। দ্বিতীয় টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল উমেশ যাদবকে। ভারতীয় দল সূত্রে খবর তৃতীয় টেস্টে তাঁর মাঠে নামার সম্ভাবনা নেই। তৃতীয় পেসারের জায়গাতেই নটরাজনকে (Natarajan) খেলানোর পরিকল্পনা শুরু করেছে টিম ম্যানজমেন্ট।

আরও পড়ুন – ফিরে দেখা ২০২০ : ‘কুড়ি’ এক্সপ্রেস

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে দুই ভারতীয় ক্রিকেটারের অভিষেক হয়েছে। ব্যাট হাতে শুভমন ও বল হাতে সিরাজ সবার নজর কেড়েছেন। তৃতীয় টেস্টে আরও একটা নতুন চমকের অপেক্ষায় সবাই। টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, সিডনিতেও পাঁচ বোলার নিয়েই মাঠে নামবে ভারত। উমেশের পরিবর্তে তৃতীয় পেসারের জায়গায় লড়াইটা মূলত নভদীপ ও নটরাজনের মধ্যে।

আরও পড়ুন – জল্পনার অবসান, সিডনিতেই হবে তৃতীয় টেস্ট

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে জায়গা পাননি নটরাজন। টি-২০ সিরিজে দুরন্ত বোলিং করেন। তাই নেট বোলার হিসেবে নটরাজনকে টেস্ট দলের সঙ্গে রেখে দেওয়ার কথা জানায় বিসিসিআই। আর বোর্ডের এই সিদ্ধান্তে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তামিলনাড়ুর পেসারের।

Next Article