Abu Dhabi T10: ২২টা ছয়, ১৪টা চার, ৪৩ বলে অবিশ্বাস্য ১৯৩, কে এই হামজা সালিম দার?

Hamza Saleem Dar: ২৮ বছরের হামজা খেলেন স্পেনের জাতীয় ক্রিকেট টিমে। অলরাউন্ডার হিসেবেই পরিচিত ইউরোপিয়ান ক্রিকেট সার্কিটে। ২০২০ সাল থেকে ইউরোপিয়ান লিগে খেলছেন হামজা। আগের তিন বছর খারাপ পারফর্ম করেননি। তবে এ বার ছাপিয়ে গিয়েছেন সব কিছু। ১৯৩ নট আউট করার পাশাপাশি আরও তিনটে সেঞ্চুরি করেছেন টি-টেন লিগে।

Abu Dhabi T10: ২২টা ছয়, ১৪টা চার, ৪৩ বলে অবিশ্বাস্য ১৯৩, কে এই হামজা সালিম দার?
Abu Dhabi T10: ২২টা ছয়, ১৪টা চার, ৪৩ বলে অবিশ্বাস্য ১৯৩, কে এই হামজা সালিম দার?Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 08, 2023 | 12:53 PM

যত সময় গড়াচ্ছে, ক্রিকেট ততই বদলাচ্ছে চরিত্র। গতিও। ৫০ ওভারের ক্রিকেটকে গ্রাস করে নিতে পারে টি-টোয়েন্টি। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের পর আরও বেড়েছে আশঙ্কা। তাতেই যে ক্রিকেট থামবে, মনে হয় না। আরও ছোট ফর্ম্যাট কিন্তু হাওয়া বদলের গল্প শোনাচ্ছে। ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে টি-টেন (T10)। বিস্ফোরক ইনিংস, আগ্রাসী বোলিং। ধুন্দুমার টি-টেনে এ বার আগুনে ইনিংস খেললেন হামজা সালিম দার নামের এক ক্রিকেট। ইউরোপিয়ান টি-টেন লিগের কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালটেটের ম্যাচে ঘটল এমন ছয়-চারের বিস্ফোরণ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মাত্র ৪৩ বলে ১৯৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন হামজা। কাতালুনিয়ার ডানহাতি ব্যাটার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। বিপক্ষের বোলিংকে ঠান্ডা মাথায় খুন করেছেন বললে ভুল হবে না। নিজের ইনিংসে হামজা মেরেছেন ২২টা ছয় আর ১৪টা চার। এমন ইনিংস খেলার পর যাবতীয় টি-টেন রেকর্ড যে ভেঙে দেবেন, তাতে আর আশ্চর্য কী! মাত্র ২৪ বলে সেঞ্চুরি করেন হামজা। মহম্মদ ওয়ারিসের এক ওভারে মেরেছেন চারটে ছয়। ওই ওভারেই ৪৩ রান দিয়েছেন ওয়ারিস। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর। তবে ১৯৩ রান করে নট আউটই থেকে যান তিনি। স্ট্রাইক রেট ৪৪৯।

২৮ বছরের হামজা খেলেন স্পেনের জাতীয় ক্রিকেট টিমে। অলরাউন্ডার হিসেবেই পরিচিত ইউরোপিয়ান ক্রিকেট সার্কিটে। ২০২০ সাল থেকে ইউরোপিয়ান লিগে খেলছেন হামজা। আগের তিন বছর খারাপ পারফর্ম করেননি। তবে এ বার ছাপিয়ে গিয়েছেন সব কিছু। ১৯৩ নট আউট করার পাশাপাশি আরও তিনটে সেঞ্চুরি করেছেন টি-টেন লিগে। মোট চারটে সেঞ্চুরি ৫টা হাফসেঞ্চুরি সহ মোট ১২৮৮ রান করে ফেলেছেন। ডানহাতি মিডিয়াম পেসার বল হাতেও রয়েছেন স্বপ্নের ছন্দে। নিয়েছেন মোট ৩১টা উইকেট। হামজার বিস্ফোরক ইনিংসের পর প্রতিপক্ষ সোহাল হসপিটালটেট অল্প রানে শেষ হয়ে যায়।