Team India, ODI: দলে ষষ্ঠ বোলারের অভাব, অক্ষরকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত

K. Srikkanth On Axar Patel: নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, “জাদেজা আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে, কী করবে তা বুঝে উঠতে পারছে না।” রাজকোটে জাদেজা আট ওভার বল করেও কোনও উইকেট পাননি। দিয়েছেন ৪৪ রান। অক্ষর প্যাটেলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত।

Team India, ODI: দলে ষষ্ঠ বোলারের অভাব, অক্ষরকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীকান্ত
অক্ষরে বিতর্ক?

| Edited By: সুপ্রিয় ঘোষ

Jan 15, 2026 | 6:02 PM

কলকাতা: ভারতের ওডিআই দলের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর মতে, রবীন্দ্র জাদেজা ফর্মে নেই। তা সত্ত্বেও কেন অক্ষর পাটেলকে দলে নেওয়া হয়নি? এমন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর। বিশেষ করে যখন ষষ্ঠ বোলারের অভাব স্পষ্ট হয়ে উঠছে প্রতি ম্যাচে। নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সাত উইকেটে হারার পর এই মন্তব্য করেছেন শ্রীকান্ত। ওয়াশিংটন সুন্দর চোট পাওয়ায় একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলছেন জাদেজা। শ্রীকান্তের মতে, জাডেজাকে দেখে মনে হচ্ছে, তিনি কী করবেন বুঝে উঠতে পারছেন না।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, “জাদেজা আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। কিন্তু ওকে দেখে মনে হচ্ছে, কী করবে তা বুঝে উঠতে পারছে না।” রাজকোটে জাদেজা আট ওভার বল করেও কোনও উইকেট পাননি। দিয়েছেন ৪৪ রান। অক্ষর প্যাটেলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তিনি বলেন, “অক্ষরকে কেন ফেরানো হচ্ছে না? তিনজন স্পিনার ও তিনজন পেসার কি খেলতে পারে না ভারত? কে বলেছে যে, বোলিং অলরাউন্ডার মানেই মিডিয়াম পেসার হতে হবে? আজকের ম্যাচে অক্ষর বিকল্প বোলার হতে পারত। ষষ্ঠ বোলারের অভাব ছিল ম্যাচে।”

ভারতের বোলিংকে ‘খুব সাধারণ মানের’ মনে হয়েছে শ্রীকান্তের। তিনি প্রশ্ন করেন, যখন নীতীশ কুমার রেড্ডি মাত্র দুই ওভার বল করলেন, তখন বিকল্প কোথায়? “ষষ্ঠ বোলারের কোনও অপশন নেই,” বলেন তিনি। এ দিকে শুভমন গিল ম্যাচের পর স্বীকার করেন, মাঝে উইকেট নিতে না পারাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কে এল রাহুলের দুরন্ত ১১২ রানের ইনিংসও বৃথা গিয়েছে।