
কলকাতা: রঞ্জি ট্রফির এ মরসুমে কি আরও একটা জয় আসবে মুম্বইয়ের? তার জন্য অনেকটাই অপেক্ষা করতে হবে। চতুর্থ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিনের সকালটা অবশ্য দুর্দান্ত ছিল মুম্বইয়ের। সৌজন্যে পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে দেশের জার্সিতে বিধ্বংসী মেজাজে ছিলেন শিবম। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি টের পেতে দেননি শিবম। রঞ্জি ট্রফিতে ফিরে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স। কখনও ব্যাটিং, কখনও আবার বোলিংয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আফগানিস্তান সিরিজ শেষ হতেই রঞ্জি ট্রফিতে নেমে পড়েন শিবম। এরপরই হাফসেঞ্চুরির ইনিংস। এ বার উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিধ্বংসী বোলিং। প্রতিপক্ষ ব্যাটারদের কাছে কোনও জবাবই ছিল না। উত্তরপ্রদেশ অধিনায়ক নীতীশ রানা এবং অক্ষদীপ সিং জুটি না গড়লে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠা কঠিন ছিল। পরপর তিন উইকেট শিবমের দখলে। সে সময় ১২৮ রানে মাত্র ২ উইকেট উত্তরপ্রদেশের। দ্রুতই স্কোরলাইন বদলে গেল।
প্রথমে প্রিয়ম গর্গকে শিকার করেন শিবম। অফস্টাম্পের বাইরের বল উইকেটে টেনে আনেন। বাউন্স, গতি কিছুই বুঝে উঠতে পারেননি প্রিয়ম। কয়েক বলের ব্যবধানে করণ সিংকে বোল্ড করেন শিবম। উইকেট ছিটকে দেন। এখানেই শেষ নয়। নিজের পরবর্তী ওভারেই সেট ব্যাটার সামর্থ সিংকে ফেরান শিবম। ড্রাইভ করেছিলেন সামর্থ। স্লিপে ধরা পড়েন। ১২৮-২ থেকে ১৫৩-৪ হয়ে যায় উত্তরপ্রদেশ। প্রথম শ্রেনির ক্রিকেটে উইকেটের হাফসেঞ্চুরিও করেন শিবম।
Samarth Singh ✅
Priyam Garg ✅
Karan Sharma ✅@IamShivamDube was on fire in the morning session of Day 2, picking up 3⃣ wickets to lead Mumbai’s fightback 🔥@IDFCFIRSTBank | #RanjiTrophyFollow the match ▶️ https://t.co/Xa0g0GLMhj pic.twitter.com/OaVZwX05YV
— BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2024
শিবম দুবের এই বিধ্বংসী স্পেলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল। ভারতের টি-টোয়েন্টি দলে ক্রমশ জায়গা পাকা করার চেষ্টা করছেন শিবম। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্বাচকদের চাপে রাখবে তাঁর ধারাবাহিক পারফরম্য়ান্স। হার্দিক ফিট হয়ে গেলে শিবম কি আর সুযোগ পাবেন?