Pakistan vs West Indies: পাকিস্তান সফরে করোনা সংক্রমিত ৩ ক্যারিবিয়ান ক্রিকেটার
West Indies: পাকিস্তান সফরে টি-২০ ও একদিনের ম্যাচ মিলিয়ে ছটি খেলা। সবকটা ম্যাচই হবে করাচিতে। সোমবার থেকে শুরু হচ্ছে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ। সোম, মঙ্গল পরপর দুটি ম্যাচ। বুধবার বিরতী। তৃতীয় ম্যাচ বৃহস্পতিবার।
করাচি: পাকিস্তান (Pakistan) সফরের শুরুতেই ধাক্কা ক্যারিবিয়ান (West Indies) শিবিরে। কাল থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। কিন্ত তার আগেই দলে কোভিড (covide) সংক্রমণের খবর। পেসার শেলডন কট্রেল (Sheldon Cottrell) , অলরাউন্ডার রস্টন চেস (Roston Chase) ও কাইল মেয়ার্সের রিপোর্ট পজিটিভি। পাশাপাশি দলের এক কোচিং স্টাফের করোনা রিপোর্টও পজিটিভ এসেছে। চারজনকেই রাখা হয়েছে আইসোলেশনে। পাকিস্তান পৌঁছানোর পরই বিমানবন্দরে নিয়ম মাফিক আরটিপিসিআর টেস্ট (RTPCR test) হয় ক্যারিবিয়ান ক্রিকেটারদের। সেখানেই এই চারজনের পজিটিভ রিপোর্ট। ১০ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে। আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ আসার পরই দলের সঙ্গে যোদ দিতে পারেবন কট্রেলরা।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ জানিয়েছে, “পাকিস্তানে পৌঁছে নিয়ম মাফিক করোনা পরীক্ষায় আমাদের চার জনের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট না আসা পর্যন্ত দলের সবাই রুম আইসোলেশনে ছিল। এটা আমাদের দলের কাছে একটা ধাক্কা। তবে দলের বাকিদের রিপোর্ট নেগেটিভ আসায় খেলা নিয়ে কোনও সমস্যা নেই। বর্তমান সময়ে বিদেশ সফরে করোনা সংক্রমনের ঝুঁকি মিটিয়ে ফেলা ফেলা সম্ভাব নয়। ক্রিকেটারের জৈয় সুরক্ষা বলয়ে থাকলেও সংক্রমনের ঝুঁকি থেকেই যাচ্ছে। দলের এই তিন ক্রিকেটারকে না পাওয়া আমাদের জনয বড় ক্ষতি। তবে দলের বাকিরা আত্মবিশ্বাসী পাকিস্তান সফরে আমরা ভালো ক্রিকেট উপহার দেব।”
— Pakistan Cricket (@TheRealPCB) December 11, 2021
পাকিস্তান সফরে টি-২০ ও একদিনের ম্যাচ মিলিয়ে ছটি খেলা। সবকটা ম্যাচই হবে করাচিতে। সোমবার থেকে শুরু হচ্ছে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ। সোম, মঙ্গল পরপর দুটি ম্যাচ। বুধবার বিরতী। তৃতীয় ম্যাচ বৃহস্পতিবার। ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। ১৮, ২০ এবং ২২ তারিখ হবে তিনটি একদিনের ম্যাচ। চোটের জন্য এই সিরিজে খেলছেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। অন্যদিকে বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়াতে আছেন আন্দ্রে রাসেল। তিনিও নেই এই সিরিজে।
আরও পড়ুন : Vijay Hazare Trophy 2021-22: ‘থালাইভা’র জন্মদিনে সেঞ্চুরি উত্সর্গ ভেঙ্কটেশের