Vijay Hazare Trophy 2021-22: ‘থালাইভা’র জন্মদিনে সেঞ্চুরি উত্‍সর্গ ভেঙ্কটেশের

সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে থাকল, সেঞ্চুরির পর নিজের প্রিয় অভিনেতা রজনীকান্তকে (Rajanikanth) শতরান উত্‍সর্গ করলেন ভেঙ্কটেশ আইয়ার। আজ রজনীকান্তের জন্মদিন। তাই এই সুযোগটা আর হাতছাড়া করলেন না মধ্যপ্রদেশের তরুণ ক্রিকেটার। সেঞ্চুরির পরই 'থালাইভা'কে তা উত্‍সর্গ করলেন ভেঙ্কটেশ আইয়ার।

Vijay Hazare Trophy 2021-22: 'থালাইভা'র জন্মদিনে সেঞ্চুরি উত্‍সর্গ ভেঙ্কটেশের
ভেঙ্কটেশ আইয়ার। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 3:08 PM

রাজকোট: বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দুরন্ত ফর্মে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। গত আইপিএলে (IPL) মরুশহরে (UAE) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সিতে উত্থান শুরু। সেই পারফরম্যান্সের ধারা এখনও বজায় রেখেছেন মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। এ বার দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে ডাক পাওয়াই পাখির চোখ ভেঙ্কটেশ আইয়ারের।

বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংস ভেঙ্কটেশের। ১১৩ বলে ১৫১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। ইনিংসে সাজানো ১০টা ছয় আর ৮টা চার। সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে থাকল, সেঞ্চুরির পর নিজের প্রিয় অভিনেতা রজনীকান্তকে (Rajanikanth) শতরান উত্‍সর্গ করলেন ভেঙ্কটেশ আইয়ার। আজ রজনীকান্তের জন্মদিন। তাই এই সুযোগটা আর হাতছাড়া করলেন না মধ্যপ্রদেশের তরুণ ক্রিকেটার। সেঞ্চুরির পরই ‘থালাইভা’কে তা উত্‍সর্গ করলেন ভেঙ্কটেশ আইয়ার।

৪ ম্যাচে এখনও পর্যন্ত ৩৪৮ রান করেছেন ভেঙ্কটেশ। তার মধ্যে ২টো সেঞ্চুরি আর ১টা হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১৩৯.২। বিজয় হাজারে ট্রফিতে টানা ৪ ম্যাচে ৩০০-র উপর রান তুলল মধ্যপ্রদেশ।

আরও পড়ুন: Indian Cricket: বিরাট সওয়ালে সৌরভ-জয়কে তুলোধনা নেটিজেনদের