Tim Southee: ফের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, বিশ্বকাপে কি খেলতে পারবেন না টিম সাউদি?

Cricket World Cup 2023: ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ওয়ার্মআপ ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। স্টিড বলেছেন, 'আমেদাবাদে ৫ অক্টোবর আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলব। সাউদিকে ততদিনে পাব কিনা, দেখতে হবে। টিমের জন্য সাউদি খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওর প্রচুর অভিজ্ঞতা। ও যাতে বিশ্বকাপের সময় টিমের অংশ হতে পারে, তার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব।'

Tim Southee: ফের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, বিশ্বকাপে কি খেলতে পারবেন না টিম সাউদি?
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 1:46 PM

নয়াদিল্লি: চোট আঘাত যেন পিছু ছাড়ছে না কিউয়িদের। কেন উইলিয়ামসন চোটের কারণে দীর্ঘদিন ছিলেন টিমের বাইরে। বিশ্বকাপের (World Cup 2023) ঠিক আগে তাঁকে পাওয়া গিয়েছে। কিন্তু বিশ্বকাপের পনেরো গিন আগে ফের বড় ধাক্কা নিউজিল্যান্ড টিমে (New Zealand)। এ বার চোটের কবলে টিম সাউদি (Tim Southee)। ভারতের মাটিতে মেগা টুর্নামেন্টের জন্য অভিজ্ঞতা ভীষণ জরুরি। আইপিএলে যাঁরা নিয়মিত খেলেন, তাঁদের পক্ষে ভারতের পিচ, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ। সাউদিও নিজের অভিজ্ঞতা দিয়ে নিউজিল্যান্ড টিমের সেই শূন্যতা ঢাকতে পারবেন, এমনই বিশ্বাস। কিন্তু তিনি বিশ্বকাপে টিমের সঙ্গে নামতে পারবেন কিনা, তা নিয়েই এখন বড়সড় প্রশ্নচিহ্ন। TV9Bangla Sports বিস্তারিত।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছেন নিউজিল্যান্ড। গত সপ্তাহে চতুর্থ ওয়ান ডে ম্যাচে একটা ক্যাচ নেওয়ার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন সাউদি। সেই চোটের বহর বেশ ভালোই। যা পরিস্থিতি, তাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। ৫ অক্টোবর গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে রানার্স নিউজিল্যান্ডের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। সে দিক থেকে দেখলে হাতে মাত্র দু’সপ্তাহ সময় রয়েছে। তার মধ্যে সাউদির ফিট হয়ে ওঠার সম্ভাবনা কতটা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ৩৪ বছরের পেসারকে প্রথম ম্যাচে হয়তো পাওয়া যাবে না। পরের দিকে কি পাওয়া যাবে? আগামী সপ্তাহে এ নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘আমরা মনে প্রাণে চাইছি যে, সাউদির অস্ত্রোপচার যেন ঠিকঠাক হয়। ওর আঙুলে পিন বা স্ক্রুর মতো কিছু ঢোকানো হবে ডান হাতের বুড়ো আঙুলে। তবে ও কতটা যন্ত্রণা নিতে পারে, তার উপর নির্ভর করছে সব কিছু।’

২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো ওয়ার্মআপ ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। স্টিড বলেছেন, ‘আমেদাবাদে ৫ অক্টোবর আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলব। সাউদিকে ততদিনে পাব কিনা, দেখতে হবে। টিমের জন্য সাউদি খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওর প্রচুর অভিজ্ঞতা। ও যাতে বিশ্বকাপের সময় টিমের অংশ হতে পারে, তার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব।’

টিমের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন এখনও রিহ্যাব করছেন। গত আইপিএলের পর আর মাঠে নামতে পারেননি। তাঁকে নিয়ে এখনও দুশ্চিন্তার মেঘ কাটেনি। এই পরিস্থিতি সাউদি যদি ছিটকে যান টিম থেকে তা হলে বেশ চাপে পড়ে যাবে টিম।