একদিকে চলছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে সুপার এইটে পৌঁছে গেছেন কিং কোহলিরা। অন্য দিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফরম্যাট সিরিজ রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। বেঙ্গালুরুতে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজ। কিং কোহলির মতোই চিন্নাস্বামী স্টেডিয়াম এখন হোম গ্রাউন্ড স্মৃতি মান্ধানারও। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। বেঙ্গালুরুতে স্মৃতিকে ঘিরে উন্মাদনা আরও বেশি। আর সেই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখ ধাঁধানো সেঞ্চুরি। সঙ্গে নানা কীর্তি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার সঙ্গে ইনিংস ওপেন করেন শেফালি ভার্মা। তরুণ ওপেনার অবশ্য রান পাননি। অভিজ্ঞ স্মৃতি মান্ধানা একদিন আগলে রাখলেও উল্টোদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। অবশেষে স্মৃতির সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ বাংলার অলরাউন্ডার দীপ্তি শর্মার। ওয়ান ডে কেরিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি স্মৃতি মান্ধানার ব্যাটে।
দীপ্তির আউটের পর ভারতীয় ইনিংসের ৪৭তম ওভারে আউট হন স্মৃতি মান্ধানা। ততক্ষণে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১১৭ রান। স্লগ ওভারে রানের গতি বাড়ানোই লক্ষ্য় ছিল। ১২৭ বলে একডজন বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির পরিণত ইনিংস ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতির। শেষ দিকে দীপ্তির ৩৭ ও পূজা বস্ত্রকারের ৩১ রানের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের বিশাল স্কোর ভারতের।
আন্তর্জাতিক কেরিয়ারের ষষ্ঠ ওয়ান ডে সেঞ্চুরি হলেও ঘরের মাঠে এটিই প্রথম স্মৃতির! শুধু তাই নয়, মেয়েদের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর দখলে। মেয়েদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তিও গড়লেন স্মৃতি মান্ধানা।