কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত। গত সংস্করণেও ফাইনাল খেলেছে। দু-বারই ট্রফির সামনে থেকে ফিরতে হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বে দারুণ শুরু হয়েছিল ভারতের। পয়েন্ট টেবলে শীর্ষস্থানেই ছিল। তবে আফ্রিকান সাফারিতে হোঁচট খেল ভারত। সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও শীর্ষস্থান হারাল ভারত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
দক্ষিণ আফ্রিকার পেস ও বাউন্সে ভারতীয় ব্যাটাররা সমস্যায় পড়বেন, এটাই যেন প্রত্যাশিত ছিল। এর মধ্যেও প্রথম ইনিংসে দুর্দান্ত ইনিংস লোকেশ রাহুলের। সেঞ্চুরি করেন তিনি। বিরাট কোহলি-শ্রেয়স আইয়ার অবশ্য প্রথম ইনিংসে সেট হয়েও বড় রান করতে ব্যর্থ। ভারত মাত্র ২৪৫ রানেই গুটিয়ে গিয়েছিল। জবাবে ডিন এলগারের ১৮৫ রানের সৌজন্যে ৪০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৩১ রানেই। বিরাট কোহলি বিধ্বংসী ৭৬ রান করলেও ইনিংস হার বাঁচানোর জন্য তা যথেষ্ঠ ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনও টেস্ট সিরিজ জেতেনি। এ বারও সেই সম্ভাবনা নেই।
সেঞ্চুরিয়নে বড় হারের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ সাইকেলের পয়েন্ট টেবলে শীর্ষস্থান থেকে পঞ্চমে নেমে গেল ভারত। জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই পর্ব শুরু করায় এক ধাক্কায় শীর্ষস্থানে উঠল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হিসেব হয় হার-জিতের শতকরা দিয়ে।
দক্ষিণ আফ্রিকা একশো শতাংশ জয়ের নিরিখে শীর্ষস্থান দখল করল। দ্বিতীয় স্থানে আপাতত পাকিস্তান। তিন ও চারে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। পঞ্চম স্থানে ভারত। নতুন পর্বে ভারত তিনটি টেস্ট খেলেছে। এর মধ্যে একটি করে হার-জিত ও ড্র।