Ranji Trophy: রঞ্জিতে পর পর হ্যাটট্রিক করছেন বিরাট কোহলির ‘গুরুভাই’!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 27, 2024 | 4:25 PM

Ranji Trophy 2024, Deepak Dhapola: চলতি মরসুমে অবিশ্বাস্য ফর্মে আছেন দীপক। ৪ ম্যাচের ৭ ইনিংসে ২৩ উইকেট নিয়েছেন। দু'বার নিয়েছেন ৫ উইকেট। সেরা ৩২ রান দিয়ে ৬ উইকেট। চলতি বছর রঞ্জি ট্রফিতে দীপক সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দুইয়ে আছেন। এই দীপকের উত্থানের পিছনে রয়েছেন বিরাট কোহলির কোচ। রাজকুমার শর্মার কোচিংয়েই উত্থান তাঁর। ২০১৬-১৭ মরসুমে দিল্লির হয়েই রঞ্জি খেলার সুযোগ প্রায় এসে যাচ্ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। বিরাটও প্রশংসা করেছেন দীপকের বোলিংয়ের।

Ranji Trophy: রঞ্জিতে পর পর হ্যাটট্রিক করছেন বিরাট কোহলির গুরুভাই!
Image Credit source: INSTAGRAM

Follow Us

কলকাতা: পর পর দু’ম্যাচে সেঞ্চুরি হামেশাই দেখা যায়। পর পর দুই ইনিংসে সেঞ্চুরিও বিরল নয় ক্রিকেটে। কিন্তু পর পর দু’ম্যাচে বল হাতে হ্যাটট্রিক? বিরল ঘটনা তো বটেই। এমনই আশ্চর্য ঘটনা ঘটেছে রঞ্জি ট্রফিতে। বোলারের ম্যাচে ৫ কিংবা ১০ উইকেট প্রায়ই দেখা যায়। স্পিনার হলে তো কথাই নেই। কিন্তু পেস বোলার? না, টেস্ট থেকে চারদিনের রঞ্জি, সর্বত্রই বেশ কঠিন কাজ। সেই কাজই কিনা দীপক ধাপোলা নামের এক ছেলে জলের মতো সহজ করে ফেলেছেন। অবাক করা পর পর জোড়া হ্য়াটট্রিক পেলেন কী ভাবে উত্তরাখণ্ডের পেস বোলার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বয়স বাড়লে যে অভিজ্ঞতা বাড়ে, তা প্রমাণ করে দিচ্ছেন দীপক। ৩৩ বছর বয়স তাঁর। সেই তিনিই এখন রঞ্জি ট্রফির সবচেয়ে আলোচিত পেস বোলার। আগের ম্যাচে পন্ডিচেরির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। কিন্তু দিল্লির মতো ভালো টিমের বিরুদ্ধেও সেই একই কাণ্ড ঘটিয়েছেন। যা খবরে নিয়ে এসেছে দীপককে। মোহালিতে দিল্লির ইনিংসের প্রথম ওভারেই নতুন বল নিয়ে রানআপে দৌড়তে শুরু করেন দীপক। প্রথম ওভারের ৫টা বল রান দেননি। ষষ্ঠ বলে ফেরত পাঠান অর্পিত রানাকে (০)। দ্বিতীয় ওভারে বল করতে এসে পর পর ধাক্কা দেন। যশ ধূলকে (০) এলবিডব্লিউ করেন। পরের বলে আবার বোল্ড ক্ষীতিজ শর্মা (০)। এতেই শেষ নয়, বৈভদ কাণ্ডপাল (০) খাতা খুলতে দেননি দীপক।

চলতি মরসুমে অবিশ্বাস্য ফর্মে আছেন দীপক। ৪ ম্যাচের ৭ ইনিংসে ২৩ উইকেট নিয়েছেন। দু’বার নিয়েছেন ৫ উইকেট। সেরা ৩২ রান দিয়ে ৬ উইকেট। চলতি বছর রঞ্জি ট্রফিতে দীপক সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দুইয়ে আছেন। এই দীপকের উত্থানের পিছনে রয়েছেন বিরাট কোহলির কোচ। রাজকুমার শর্মার কোচিংয়েই উত্থান তাঁর। ২০১৬-১৭ মরসুমে দিল্লির হয়েই রঞ্জি খেলার সুযোগ প্রায় এসে যাচ্ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। বিরাটও প্রশংসা করেছেন দীপকের বোলিংয়ের।