দুবাই: বুধবার আইসিসি প্রকাশ করল টি-২০ ও একদিনের ক্রিকেটের ব়্যাঙ্কিং (ranking)। আর তাতেই বাজিমাত, বিরাট কোহলির (Virat Kohli)। একদিনের ক্রিকেটে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক। দ্বিতীয় স্থানে আছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এদিকে টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি উঠে এসেছেন, পাঁচ নম্বরে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-২০ ম্যাচে ভালো পারফরম্যান্স বিরাটকে এনে দিয়েছে ৪৭ রেটিং পয়েন্ট।
Back-to-back fifties in the ongoing #INDvENG series have helped Virat Kohli reclaim the No.5 spot in the @MRFWorldwide ICC T20I Player Rankings ?
Full list: https://t.co/iM96Oe6eu6 pic.twitter.com/JkxEyZGTLr
— ICC (@ICC) March 17, 2021
টি-২০ ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে উঠে আসার ফল ধরে নতুন একটা নজিও গড়ে ফেললেন ভারত অধিনায়ক। বর্তমান ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটসম্যান যে তিন ধরনের ক্রিকেটে (three formats) প্রথম পাঁচে (top five) আছেন। বর্তমানে বিরাটের টেস্ট ব়্যাঙ্কিং ৫। বিরাট ছাড়াও টি-২০ ব়্যাঙ্কিয়ে প্রথম পাঁচে আছেন কেএল রাহুল।
Shai Hope was the highest run-scorer in the #WIvSL ODIs with 258 runs at 86.00 ?
His brilliant performance has helped him break into the top 10 of the @MRFWorldwide ICC ODI Player Rankings.
Full list: https://t.co/9XBRp67hlj pic.twitter.com/7VTCuse11v
— ICC (@ICC) March 17, 2021
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ৭৩ রানের ইনিংসে খেলে কেন উইলিয়ামসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরাট। অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ১১টি হাফ সেঞ্চুরি বিরাটের নামে। উইলিমায়সনও ১১টি হাফ সেঞ্চুরি করেছেন। বর্তমান ক্রিকেটের দুই সেরা ব্যাটসম্যানের পরিসংখ্যানের এই লড়াই জারি থাকবে।