AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: অনুষ্কার সঙ্গে লন্ডন মিট সেরে, দলে যোগ দিলেন কোহলি

Latest Updates of Virat Kohli: কী কারণে রাতারাতি লন্ডনে ছোটেন কিং? এই নিয়ে চলছিল জোর জল্পনা। পরে অবশ্য জানা গিয়েছে, স্ত্রী অনুষ্কার সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন বিরাট। ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তার আগেই দলের সঙ্গে যোগ দিলেন চেজমাস্টার। কবে দলের সঙ্গে যোগ দিলেন তিনি?

Virat Kohli:  অনুষ্কার সঙ্গে লন্ডন মিট সেরে, দলে যোগ দিলেন কোহলি
বিরাট কোহলিImage Credit: ছবি: X
| Updated on: Dec 24, 2023 | 3:00 PM
Share

কলকাতা: দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সফরে রয়েছে ভারতীয় দল। মাঝ পথে দল ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছিলেন বিরাট কোহলি। কী কারণে রাতারাতি লন্ডনে ছোটেন কিং? এই নিয়ে ক্রিকেটের অন্দরে  চলছিল জোর জল্পনা। পরে অবশ্য জানা গিয়েছে, স্ত্রী অনুষ্কার সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন বিরাট। অনুষ্কা অন্তঃসত্ত্বা। এই বিশেষ সময়টা তাই স্ত্রীকে চোখের আড়াল করতে চাইছেন না বিরাট। তাই দক্ষিণ আফ্রিকা থেকে সোজা পৌঁছে যান লন্ডনে। ২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। তার আগেই দলের সঙ্গে যোগ দিলেন চেজমাস্টার। কবে দলের সঙ্গে যোগ দিলেন তিনি? এরপর কী পরিকল্পনা রয়েছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হাতে আর একদিন মাত্র। তারপরই টেস্টের মঞ্চে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-ভারত। দুই শিবিরে শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে তখন দলের সঙ্গে যোগ দিলেন বিরাট। দু’দিন আগে হঠাৎই দক্ষিণ আফ্রিকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন কোহলি। জানা গিয়েছিল, পারিবারিক কারণে লন্ডনে যেতে হয়েছে তাঁকে। স্ত্রী অনুষ্কা শর্মাও এই মুহূর্তে লন্ডনেই রয়েছেন। তাই বোঝাই যাচ্ছে, তাঁর জন্যই ডারবান থেরে লন্ডনে উড়ে গিয়েছেন বিরাট। এও জানা যাচ্ছে, রাতারাতি সিদ্ধান্ত নিয়ে লন্ডন যাননি বিরাট। এটা পরিকল্পিত ছিল। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদমাধ্যমকে জানান, দক্ষিণ আফ্রিকা পৌঁছে ট্রেনিং সেশনে অংশ নিয়েছিলেন কোহলি। তারপর লন্ডন যান। পুরো ব্যাপারটাই আগে থেকে বিসিসিআইকে জানাানো হয়েছিল। বোর্ডের সম্মতিতেই লন্ডন গিয়েছিলেন তিনি।

শোনা যাচ্ছে, লন্ডন মিট সেরে অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন কিং। আগামিকাল দলের সঙ্গে ফাইনাল অনুশীলন করবেন। ওডিআই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন কিং। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। তেইশের বিশ্বকাপেই ওডিআইয়ের মঞ্চে ৫০ তম সেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। বিশ্বকাপের সোনালী ট্রফি অধরাই থেকে গিয়েছে কিংয়ের। ফাইনালে হেরে চোখের কোনায় জল নিয়ে মাঠ ছাড়েন। মাঝে কয়েকদিন বিরতি নিয়ে নেন। এ বার ফের ব্যাট-বলের বৃত্তে ফিরছেন বিরাট। বিশ্বকাপের আক্ষেপ মেটাতে মরিয়া হয়ে উঠবেন কিং।