কলকাতা: সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে সেট হয়েও বড় রান আসেনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। তবে দক্ষিণ আফ্রিকার পেস বাউন্সি উইকেটে সেট হওয়া যে কার্যত অসম্ভব, ভারতীয় ব্যাটাররা ভালো ভাবেই বুঝেছেন। আগের ম্যাচের ভুলের পুনরাবৃত্তিতে নারাজ। নিউ ইয়ার টেস্টের প্রস্তুতিতে বারবার সেটা বুঝিয়েছেন বিরাট কোহলি। নিজে যেমন প্র্যাক্টিস করেছেন, তেমনই হেড কোচ রাহুল দ্রাবিড়ের থেকে পরামর্শও নিয়েছেন। মনোসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে, ক্যামেরাপার্সনদের সরিয়ে দেন বিরাট কোহলি! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
বুধবার শুরু হচ্ছে নিউ ইয়ার টেস্ট। প্রথম ম্যাচে ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে হার। কাগিসো রাবাডা এবং অভিষেককারী বাঁ হাতি পেসার নান্দ্রে বার্গারকে খেলতে হিমশিম পরিস্থিতি ছিল ভারতীয় ব্যাটারদের। বার্গার সাত উইকেট নিয়েছিলেন। সঙ্গে মার্কো জানসেনের মতো পেসারও রয়েছেন। বার্গারের জন্য বিশেষ প্রস্তুতি সারতে চাইছিলেন বিরাট কোহলি। তাঁর বিরুদ্ধে প্রথম বার খেলায় খুব বেশি ধারনা ছিল না। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে এ বার কোনও প্রস্তুতি ম্যাচও খেলেননি বিরাট কোহলি। সে কারণেই দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতিতে বিশেষ জোর বিরাটের।
অনুশীলনে কী হচ্ছে, এই সম্পর্কে সম্প্রচারকারী চ্যানেলে অনেক কিছু যেমন দেখানো হয়, তেমনই নানা বিষয়ে জানানো হয়। সোমবারের অনুশীলনে বিরাট কোহলি কতটা তাগিদ নিয়ে ব্যাটিং প্রস্তুতি সারছিলেন, সে সম্পর্কে বলেন সম্প্রচারকারী চ্যানেলের রোহন দেশমুখ। তিনিই বলেন, ‘অনেকেই সকাল ৯.৩০টার মধ্যে প্র্যাক্টিসে চলে আসেন। বিরাট-শুভমন দ্রুত প্রস্তুতি শুরু করেন। সেন্টার উইকেটে পার্টনারশিপে ব্যাটিং করেন বিরাট-শুভমন। সিরাজ, বুমরাকে বিশেষ লেন্থে বোলিং করতে বলা হয়েছিল।’
বিরাট সম্পর্কে আরও যোগ করেন, ‘বিরাট কোহলি নেটেও দীর্ঘ সময় প্রস্তুতি সারেন। বিরাট এতটাই ফোকাসড ছিলেন, যাতে কোনও ব্যাঘাত না ঘটে, ক্যামেরাপার্সনদের সরে যেতে অনুরোধ করেন বিরাট। পুরো তাগিদ নিয়ে প্র্যাক্টিসে নজর ছিল।’