Virat Kohli: প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি, কারণ জানলে চমকে যাবেন…

India vs Afghanistan T20I Series: আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই পরিকল্পনায় রয়েছেন বিরাট ও রোহিত। অন্তত আফগানিস্তানের বিরুদ্ধে স্কোয়াডে তাঁরা থাকায় এমনটাই মনে করা হচ্ছে। আগামী কাল বৃহস্পতিবার মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ইন্দোরে। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ইন্দোরে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা বিরাট কোহলির।

Virat Kohli: প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি, কারণ জানলে চমকে যাবেন...
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 10, 2024 | 6:32 PM

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের জার্সিতে এই ফর্ম্যাটে আর খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই পরিকল্পনায় রয়েছেন বিরাট ও রোহিত। অন্তত আফগানিস্তানের বিরুদ্ধে স্কোয়াডে তাঁরা থাকায় এমনটাই মনে করা হচ্ছে। আগামী কাল বৃহস্পতিবার মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। দলে ফিরলেও প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় জানান, ব্যক্তিগত কারণে বিরাটকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না। সূত্রের খবর, টিমের সঙ্গে মোহালি পৌঁছোননি বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের আগের দিন অর্থাৎ আজই বিকেলে রোহিতের পৌঁছনোর কথা। বিরাট কী কারণে প্রথম ম্যাচে নেই, সে বিষয়ে খোলসা করেননি দ্রাবিড়। ব্যক্তিগত কারণের কথাই বলেছেন।

বিরাট না থাকায় প্রথম ম্যাচে অন্তত শুভমন গিলের খেলা নিশ্চিত। তবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়ালই। শুভমন তিনে। চার নম্বরে দেখা যেতে পারে তিলক ভার্মাকে। শুধু প্রথম ম্যাচই নয়, বিশ্বকাপের পরিকল্পনার কথা মাথায় রেখে এই সিরিজে ওপেন করতে দেখা যেতে পারে রোহিত-যশস্বীকেই। টেস্টে এই জুটিই ওপেন করেছে। বোঝাপড়াও দারুণ তৈরি হয়েছে। ডান বাঁ হাতি কম্বিনেশন হওয়ায় এই জুটিতে সময় দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ইন্দোরে। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ইন্দোরে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা বিরাট কোহলির। মোহালিতে রোহিত খেললেও কার্যত বিনা প্রস্তুতিতেই নামছেন। সদ্য দক্ষিণ আফ্রিকা সফরে খেলেছেন রোহিত। সমস্যা হওয়ার কথা নয়। তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দীর্ঘ সময় না খেলায় কতটা দ্রুত মানিয়ে নিতে পারবেন, এটাই চিন্তার বিষয়।