Virat Kohli: ভুল খবর ছড়াবেন না… বিরাটকে নিয়ে কেন বললেন বিকাশ?

বিরাটকে ঘিরে তাতেও গুঞ্জন থামছে না। মা সরোজ যখন ভালো আছেন, তা হলে কেন ভারতীয় দল থেকে ছুটি নিতে হল বিরাটকে? স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা, এই তত্ত্বই আবার ফিরে আসছে। আর তাতেও কাটছে না জটিলতা। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজে পাওয়া যাবে তো বিরাটকে?

Virat Kohli: ভুল খবর ছড়াবেন না... বিরাটকে নিয়ে কেন বললেন বিকাশ?
ভুল খবর ছড়াবেন না... বিরাটকে নিয়ে কেন বললেন বিকাশ?

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2024 | 1:15 PM

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অনেক দিন পাঁচ টেস্টের সিরিজ খেলছে ভারত। হায়দরাবাদ টেস্টে ভারত হেরে বেশ চাপে। বিশাখাপত্তনম টেস্ট শুরু ২ ফেব্রুয়ারি থেকে। প্রথম দুটো টেস্টে খেলছেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন তিনি। মনে করা হচ্ছিল, স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। তাই তিনি সরে দাঁড়িয়েছেন প্রথম দুটো টেস্ট থেকে। পরের তিনটে টেস্টে ভারতের হয়ে নামবেন কিনা, তা নিয়ে হঠাৎই সংশয় দেখা দিয়েছে এক অন্য খবরের জন্য়। বিরাটের মা সরোজ কোহলি নাকি অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির পোস্ট ঘিরে হঠাৎই হইচই পড়ে যায়। কিন্তু বিরাটের (Virat Kohli) দাদা বিকাশ যা বললেন, তাতে তৈরি হল অন্য বিভ্রান্তি।

গত বছর সেপ্টেম্বরে বিরাটের মা লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন গুরগাঁওয়ের এক হাসপাতালে। বিশ্বকাপের জন্য ছেলেকে নাকি বিরক্ত করতে চাননি সরোজ। সেই একই সমস্যা আবার দেখা দিয়েছে। মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিরাট। যে কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন প্রথম দুটো টেস্ট থেকে। এই খবরকে উড়িয়ে দিলেন বিরাটের দাদা বিকাশ কোহলি। তিনি ইন্সটাগ্রামে যে স্টোরি পোস্ট করে লিখেছেন, ‘একটা মিথ্যে খবর বাজারে ছড়িয়েছে। আমাদের মায়ের নাকি শরীরিক অবস্থা ভালো নয়। একটা জিনিস পরিষ্কার করে দেওয়া উচিত, আমাদের মা একবারে ভালো আছেন, সুস্থ আছেন। মিডিয়া সহ সবাইকে অনুরোধ করব, পুরোটা না জেনে দয়া করে এমন খবর ছড়াবেন না।’

বিরাটকে ঘিরে তাতেও গুঞ্জন থামছে না। মা সরোজ যখন ভালো আছেন, তা হলে কেন ভারতীয় দল থেকে ছুটি নিতে হল বিরাটকে? স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা, এই তত্ত্বই আবার ফিরে আসছে। আর তাতেও কাটছে না জটিলতা। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজে পাওয়া যাবে তো বিরাটকে?