ICC ODI World Cup 2023: ‘ভারত আতিথেয়তায় কার্পণ্য় করে না’, গো হারা হারতেই পাকিস্তানকে মজার ছলে বিঁধলেন বীরু
Virender Sehwag:দীর্ঘ ৭ বছর পর ভারতে এসেছে পাকিস্তান দল। বাবরদের আতিথেয়তায় তাই কোনও রকম কার্পণ্য করেনি ভারত। হায়দরাবাদে ১৫ দিন ছিল তাঁরা। সেখানে বুক ভরা ভালোবাসা পেয়েছে পাক ক্রিকেটাররা। হায়দরাবাদ ছাড়ার আগে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের কর্মীদের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগাভাগি করতে দেখাব যায় হ্য়ারিস রউফ, শাহিন আফ্রিদিদের।

আমেদাবাদ: ভারত তাঁদের সাদরে আমন্ত্রণ জানিয়েছে, আগেই শোনা গিয়েছিল পাক ক্রিকেটারদের মুখে। প্রথমে হায়দরাবাদ তারপর আমেদাবাদ কোথাও আতিথেয়তায় এক বিন্দুও অভাব বোধ করেননি বাবর আজমরা। পাকিস্তান যখন অলআউট, তখন এই প্রসঙ্গ তুলে মজা করে বীরেন্দ্র সেওয়াগকে বলতে শোনা যায়, ভারতের আতিথেয়তা এমনই। কেন এমন কথা বললেন নজফগড়ের নবাব? বিস্তারিত TV9 Bangla Sports-এর প্রতিবেদনে।
দীর্ঘ ৭ বছর পর ভারতে এসেছে পাকিস্তান দল। বাবরদের আতিথেয়তায় তাই কোনও রকম কার্পণ্য করেনি ভারত। হায়দরাবাদে ১৫ দিন ছিল তাঁরা। সেখানে বুক ভরা ভালোবাসা পেয়েছেন পাক ক্রিকেটাররা। হায়দরাবাদ ছাড়ার আগে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের কর্মীদের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগাভাগি করতে দেখা যায় হ্য়ারিস রউফ, শাহিন আফ্রিদিদের। হায়দরাবাদি বিরিয়ানি মুখে লেগে আছে পাক ক্রিকেটারদের। হায়দারবাদ ছেড়ে আমেদাবাদে পৌঁছেও মিলেছে একই আপ্য়ায়ণ। আমেদাবাদে গ্র্যান্ড ওয়েলকাম হয় বাবরদের। এরপর ভারতের মুখোমুখি হয়ে হারতেই, মজার ছলে বাবরদের বিঁধলেন সেওয়াগ। তাঁকে বলতে শোনা যায়, “ভারত কখনও আতেথিয়তায় ত্রুটি করে না। তাই সব পাক ক্রিকেটারদের ব্য়াট করতে দিয়েছে। সবার খেয়াল রাখা হয়েছে।” প্রসঙ্গত, ৪২ ওভারেই অল আউট হয়ে যায় পাকিস্তান। তাই মজা করেই সেওয়াগ এই কথা বলেন।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শুরুটা ভালো হলেও, যত সময় পার হয় শক্তি হারাতে শুরু করে বাবররা। ভারতীয় বোলিংয়ের সামনে ধোপে টেকেনি পাকিস্তানি ব্যাটারদের কৌশল। তাই ৪২ ওভারের মাথায় সব উইকেট হারায় তাঁরা। অন্যদিকে ১১৭ বল বাকি থাকতেই পাকিস্তানকে তুড়ি মেরে হারিয়ে দেন রোহিত শর্মারা। ভারত অতিথিদের ভালোবাসা দিলেও, বাইশ গজে এক বিন্দু জায়গা ছেড়ে দেয়নি। ঘরের মাঠে পাক বধ করে তাই খুশির হাওয়া ভারতীয় শিবিরে।





