TV9 বাংল ডিজিটাল – সিডনিতে (Sydney) ভারতের বিরুদ্ধে জয় পেতেই হবে। মরিয়া অস্ট্রেলিয়া শিবির। সিডনিতে প্রথম দলে দুটি পরিবর্তন করতে চলেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে প্রথম দলে ফিরছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (Warner)। অভিষেক হতে চলেছে তরুণ ওপেনার উইল পুকোভস্কির (Pucovski)। ম্যাচের দুদিন আগেই জানিয়ে দিলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
David Warner appears set to return to the top of Australia’s Test batting order even though he will be playing through pain, and he might be partnered by uncapped opener Will Pucovski, reports @ARamseyCricket #AUSvIND https://t.co/MrYVyc33mK pic.twitter.com/mppago52Nv
— cricket.com.au (@cricketcomau) January 5, 2021
ভারতীয় বোলারদের সামনে এবার মাথা তুলে দাঁড়াতে পারছেন না অজি ব্যাটসম্যানরা। ক্রমাগত ব্যর্থ হওয়ায় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে ওপেনার বার্নসকে। তাঁর বদলেই প্রথম দলে আসছেন ওয়ার্নার। ম্যাথু ওয়েড ওপেনার হিসেবে সফল হলেও সিডনিতে তাকেঁ মিডল অর্ডারে খেলতে হবে।
আরও পড়ুন – টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল
ভারতীয় বোলারদের জবাব দিতে ওয়ার্নারের ব্যাটে ভরসা রাখছে অজি শিবির। একই সঙ্গে পিঙ্ক টেস্টে স্টিভ স্মিথের ফর্মে ফেরার অপেক্ষায় ল্যাঙ্গার। সিডনিতে রাহানের দল জিতে গেলে বর্ডার গাভাসকার ট্রফি ধরে রাখবে। পাশাপাশি এবারের টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়া আর ভারতকে হারাতে পারবে না। কোনও ভাবেই সেই পরিস্থিতির মুখোমুখি হতে চায় না ব্যাগি গ্রিনরা। তাই সিডনিতে মরিয়া হয়ে মাঠে নামবে টিম পেইনের দল।