AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni, IND vs PAK: টিম ইন্ডিয়ার মাথায় হাত! ২০০৬ সালেই অবসর নিতে চেয়েছিলেন ধোনি, জানেন কি?

MS Dhoni Shocked Team India: ভারতীয় ব্যাটিং লাইন আপও কম নয়। বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ওপেন করেন তৎকালীন অধিনায়ক রাহুল দ্রাবিড়। সেওয়াগ ৩১ রানে ফিরলেও সেঞ্চুরি করেন রাহুল দ্রাবিড়। ভিভিএস লক্ষ্মণ ৯০ রানে ফেরেন।

MS Dhoni, IND vs PAK: টিম ইন্ডিয়ার মাথায় হাত! ২০০৬ সালেই অবসর নিতে চেয়েছিলেন ধোনি, জানেন কি?
Image Credit: AFP FILE
| Updated on: Jun 27, 2023 | 7:30 AM
Share

এশিয়ার একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি-র তিনটি ট্রফিই জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। ২০১১ সালে তাঁর নেতৃত্বে ভারত দীর্ঘ ২৮ বছরের ব্যবধানে ওডিআইতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু ২০০৬ সালে যদি ধোনি অবসর নিয়ে ফেলতেন, তাহলে? এমন চমকে দেওয়ার মতোই ঘটনা হয়েছিল পাকিস্তানে। সতীর্থদের হার্ট-অ্যাটাক আসার পরিস্থিতিই হয়েছিল ড্রেসিংরুমে। এই তথ্য সামনে এনেছিলেন ভিভিএস লক্ষ্মণ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর কাটিয়ে ফেলেছিলেন ধোনি। সাল ২০০৬। ভারতীয় দল পাকিস্তান সফরে গিয়েছিল। এরপরই এক কান্ড ঘটে। ফয়সালাবাদে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে পাকিস্তান ৫৮৮ রানের বিশাল স্কোর গড়ে। পাকিস্তান ইনিংসে অধিনায়ক ইনজামাম উল হক এবং শাহিদ আফ্রিদি সেঞ্চুরি করেছিলেন।

ভারতীয় ব্যাটিং লাইন আপও কম নয়। বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ওপেন করেন তৎকালীন অধিনায়ক রাহুল দ্রাবিড়। সেওয়াগ ৩১ রানে ফিরলেও সেঞ্চুরি করেন রাহুল দ্রাবিড়। ভিভিএস লক্ষ্মণ ৯০ রানে ফেরেন। সচিন-যুবি দ্রুত ফিরলেও বিধ্বংসী ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকান। শেষ অবধি ১৫৩ বলে ১৪৮ রান করেন। ১৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি মারেন। পাকিস্তানের ৫৮৮ রানের জবাবে ভারত ৬০৩ রান করে। শেষ অবধি ম্যাচটি ড্র হয়। কিন্তু ধোনির শতরানই যেন…।

আসল ঘটনা খোলসা করেন ভিভিএস লক্ষ্মণ। স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে সেই পুরনো কথা সামনে এনেছিলেন লক্ষ্মণ। তিনি বলেন, ‘‘আমার এখনও মনে পড়ে, ২০০৬ সালের ফয়সালাবাদ টেস্ট। ধোনি টেস্ট ক্রিকেট প্রথম সেঞ্চুরি করে সবে ড্রেসিংরুমে ঢুকেছে। হঠাৎই চেঁচিয়ে বলে-আমি অবসর ঘোষণা করতে চলেছি।’’

স্বাভাবিক ভাবেই ড্রেসিংরুমে পরিস্থিতি বদলে যায়। কী বলছেন ধোনি! পঞ্চম টেস্ট খেলেই অবসর! বিষয়টি আরও খোলসা করে ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘‘অবসরের কথা বলে কিছুক্ষণ চুপ। সকলেও মুখ চাওয়াচাওয়ি করছে। ও আরও বলে-আরে আমি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি মেরেছি। টেস্ট ক্রিকেটে সব পাওয়া হয়ে গেছে। এবার অবসর ঘোষণা করতে চাই। ওর কথা শুনে, আমরা সকলেই চমকে গিয়েছিলাম। কিন্তু ধোনি তো ধোনিই। পরে বোঝা যায়, রসিকতা করছে। আসলে প্রথম টেস্ট সেঞ্চুরি করে প্রচণ্ড উচ্ছ্বসিত ছিল।’’