World Cup 2023 : বিশ্বকাপ নাই জেতো, পাকিস্তানের কাছে হেরো না, কে বলছেন এমন কথা?
রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান দুই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) জেতার জন্য যেমন পরিকল্পনা সাজাচ্ছে, তেমনই একে অপরকে হারানোর ছক তৈরি রাখছে।
নয়াদিল্লি : যেন একই টুর্নামেন্টের ভিতর আর একটা টুর্নামেন্ট। বিশ্বকাপ জেতার স্বপ্ন একদিকে। আর একদিকে, পাকিস্তানকে হারানোর সংকল্প। প্রথমটা পূরণ না হলেও অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয়টা না করতে পারলে দেশের জানতার সামনে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে। কেরিয়ার ক্ষতিগ্রস্থ হতে পারে। এতেই শেষ নয়, কেরিয়ারে চিরকালীন কালো দাগ পড়ে যেতে পারে। ভারতে যেমন এটা সহজ সত্যি, পাকিস্তানেও তাই। আর সেই কারণেই রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান দুই বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) জেতার জন্য যেমন পরিকল্পনা সাজাচ্ছে, তেমনই একে অপরকে হারানোর ছক তৈরি রাখছে। আশ্চর্যের হলেও পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেটারদের উত্তেজনাও আকাশছোঁয়া থাকে (India vs Pakistan)। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো বহু যুদ্ধের সৈনিক মুখ খুললেন যা নিয়ে। কী বললেন তিনি? তুলে ধরল TV9Bangla Sports।
বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে এশিয়া কাপেও একে অপরের বিরুদ্ধে খেলবে ভারত-পাকিস্তান। শিখরের কথায়, ‘এটা চিরকাল যা হয়ে আসছে, তাই হবে। বিশ্বকাপ জেতো আর নাই জেতো, পাকিস্তান ম্য়াচ হারলে চলবে না। কিনত্ু বিশ্বকাপ জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করি ঘরের মাঠে আমরা সেটা করে দেখাতে পারব। আর পাকিস্তান ম্যাচে রোমাঞ্চ থাকে ঠিকই, কিন্তু চাপও থাকে যথেষ্ট। দুটো টিমই ভীষণ তেতে থাকে। পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হালকা কথাবার্তাও হয়। পাকিস্তানের বিরুদ্ধে খেলার পর একটা তৃপ্তি থেকে যায়। আমি কেরিয়ারে যত ম্যাচ খেলেছি পাকিস্তানের বিরুদ্ধে তার অধিকাংশই জিতেছি।’
শিখর ধাওয়ান দেশের হয়ে ৩৪টা টেস্ট খেলেছেন। ১৬৭টা ওয়ান ডে ও ৬৮টা টি-টোয়েন্টিতেও প্রতিনিধিত্ব করেছেন। ভারতের বাঁহাতি ওপেনার হিসেবে তিনি যথেষ্ট সফলও। কিন্তু বছর দুয়েক সে ভাবে আর সিনিয়র টিমে দেখা যাচ্ছে না তাঁকে। ঘরের মাঠে বিশ্বকাপের সময় টিমে ফিরবেন কিনা, সেটাই দেখার। বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, শিখরের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত। বিশেষ করে টিমে মিডল অর্ডারে রয়েছে সমস্যা। শিখরকে ওপেন করিয়ে টপ অর্ডারের তরুণ ব্যাটারদের মিডল অর্ডারে খেলানো যায় কিনা, তাও বিকল্প হিসেবে ভাবতে বলছেন কেউ কেউ। সেই সঙ্গে ভারতীয় টিম এখন চোটে জর্জরিত। শিখরের মতো সিনিয়র ক্রিকেটার থাকলে তরুণদের সুবিধেই হবে। শিখর নিজেও স্বপ্ন দেখছেন ভারতীয় টিমে প্রত্যাবর্তনের।