AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND VS AUS: ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিল নিউজিল্যান্ড! ‘কাঁপছেন’ অজি পেসার

Border-Gavaskar Trophy: ফাইনালে উঠতে না পারলে চার সুপার সিনিয়রের বিদায় হয়ে যেতে পারে। একই পরিস্থিতি কোচ গৌতম গম্ভীরেরও। নিউজিল্যান্ডের কাছে ভারতের এই হারকে দু-রকম দৃষ্টিকোণ থেকে দেখছেন অজি পেসার। একদিকে তিনি খুশি হলেও সতর্ক। কী বলছেন অজি তারকা পেসার জশ হ্যাজলউড?

IND VS AUS: ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিল নিউজিল্যান্ড! 'কাঁপছেন' অজি পেসার
Image Credit: PTI FILE
| Updated on: Nov 04, 2024 | 11:27 PM
Share

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হার। ভারতীয় ক্রিকেটে নানা দিক থেকেই ডামাডোল চলছে। সিনিয়র ক্রিকেটারদের উপর চাপ বাড়ছে। সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ১০ নভেম্বর ভারতীয় টিম অস্ট্রেলিয়া যাবে। ২২ নভেম্বর শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফিতে রয়েছে একটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচও। প্রবল চাপে ভারতীয় দল। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে এই সিরিজই শেষ ভরসা। আর ফাইনালে উঠতে না পারলে চার সুপার সিনিয়রের বিদায় হয়ে যেতে পারে। একই পরিস্থিতি কোচ গৌতম গম্ভীরেরও। নিউজিল্যান্ডের কাছে ভারতের এই হারকে দু-রকম দৃষ্টিকোণ থেকে দেখছেন অজি পেসার। একদিকে তিনি খুশি হলেও সতর্ক। কী বলছেন অজি তারকা পেসার জশ হ্যাজলউড?

ভারতের মাটিতে ভারতকে হারানো! যে কারও কম্ম নয়। সিরিজ দূর অস্ত একটা টেস্ট জেতাটাই বড় সাফল্য বলে মনে করেন জশ হ্যাজলউড। সেখানে নিজেদের জন্য সতর্কবার্তাও মনে করছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলে আত্মবিশ্বাসী থাকত ভারত। কিন্তু ভারতীয় দলের এত বড় বিপর্যয় ‘ঘুমন্ত’ দৈত্যকে জাগিয়ে দিয়েছে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার পেসার হ্যাজলউড।

অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডে জশ বলেন, ‘এই সিরিজ হার হয়তো ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে। ওরা এলে বুঝতে পারব কী পরিস্থিতি।’ ভারতীয় বোর্ড অনেক আগেই বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াড ঘোষণা জানিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়া এখনও ঘোষণা করেনি। তবে জশ হ্যাজলউড যে থাকবেন, এ বিষয়ে নিশ্চিত। ভারতের স্কোয়াডে একঝাঁক নতুন মুখ রয়েছে। জশ আরও বলছেন, ‘ভারতীয় দলের অনেকেই অস্ট্রেলিয়ায় খেলেছে। কিন্তু কয়েকজন ব্যাটার প্রথম বার। ওরা কিন্তু একটু হলেও দ্বিধায় থাকবে এখানে কী করতে হবে। আগে থেকে কিছু বলা সম্ভব নয়।’