CSK vs KKR IPL 2023 Match Prediction : চেন্নাইয়ের দুর্গে হারলে অঙ্কেও থাকবে না কেকেআর

Chennai Super Kings vs Kolkata Knight Riders Preview : নিজেদের প্লে-অফের রাস্তা অনেক আগেই কঠিন করে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। এখন হাত কামড়ানো ছাড়া উপায় নেই। শুরু থেকে কম্বিনেশনে নিয়মিত বদল। সঠিক কম্বিনেশন খুঁজে নিতেই টুর্নামেন্টের অর্ধেক পথ পেরিয়ে গিয়েছে। তাতেও অবশ্য কেকেআর সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছে বলা যায় না।

CSK vs KKR IPL 2023 Match Prediction : চেন্নাইয়ের দুর্গে হারলে অঙ্কেও থাকবে না কেকেআর
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 10:00 AM

দীপঙ্কর ঘোষাল : প্লে-অফের পথে এক পা দিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। আরও একটা জয় মানে প্লে-অফ নিশ্চিত। পরবর্তী লক্ষ্য থাকবে শীর্ষ দুইয়ে থাকা। চিপকে দুর্গে আজ চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ধারাবাহিকতার দিক থেকে অনেকটাই পিছিয়ে কলকাতা নাইট রাইডার্স। টানা দু-ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গত ম্যাচে ঘরের মাঠে তাদের লজ্জার হার উপহার দিয়েছে রাজস্থান রয়্যালস। টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজস্থান। মাত্র ১৫০ রানের লক্ষ্য দিয়েছিল কেকেআর। এক উইকেট হারিয়ে ১৩.১ ওভারেই ৯ উইকেটে জেতে রয়্যালস। কলকাতা নাইট রাইডার্সের কাছে প্লে-অফের সুযোগ নেই বললেই চলে। তবে বাকি দুই ম্যাচে বিশাল ব্যবধানে জিতলে অঙ্ক থাকবে। কেকেআরের কাছে কার্যত মর্যাদা রক্ষার লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

নিজেদের প্লে-অফের রাস্তা অনেক আগেই কঠিন করে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। এখন হাত কামড়ানো ছাড়া উপায় নেই। শুরু থেকে কম্বিনেশনে নিয়মিত বদল। সঠিক কম্বিনেশন খুঁজে নিতেই টুর্নামেন্টের অর্ধেক পথ পেরিয়ে গিয়েছে। তাতেও অবশ্য কেকেআর সঠিক কম্বিনেশন খুঁজে পেয়েছে বলা যায় না। শেষ বেলায় পরীক্ষা-নিরীক্ষার জায়গা নেই। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতলে তবে একটা সামান্য আশা থাকবে। তার জন্যও প্রয়োজন মিরাকল।

চেন্নাই সুপার কিংসকে ঘরের মাঠে হারানো খুবই কঠিন। এর মরসুমে এই কঠিন কাজটিই করেছিল রাজস্থান রয়্যালস। তবে মরসুমের শুরুর দিকে সিএসকে আর এখনকার মধ্যে ব্যাপক পার্থক্য। চিপকে স্পিনারদের জন্য সুবিধা থাকে। রবীন্দ্র জাডেজা, মহেশ থিকসানা, মইন আলিরা ছন্দে রয়েছেন। স্পিন সহায়ক পিচে নজর কাড়তে পারেন কলকাতা নাইট রাইডার্সের স্পিন ত্রয়ী বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং সূয়াশ শর্মাও। তার জন্য ব্যাটিংয়ে যেমন ভালো পারফরম্যান্স প্রয়োজন, তেমনই ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে কেকেআরকে। হারলে অবশ্য্ কলকাতা নাইট রাইডার্সের অঙ্কের রাস্তাও খোলা নেই।