IND vs WI 2023 Match Preview: লক্ষ্য সুন্দর ভবিষ্যৎ; আজ শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

Jul 12, 2023 | 9:00 AM

India vs West Indies 1st Test: ওয়েস্ট ইন্ডিজ দলে আলাদা করে নজর থাকবে তেজনারায়ণ চন্দ্রপলের ওপর। বাবা শিবনারায়ণ চন্দ্রপল ভারতীয় বোলারদের বিরুদ্ধে সফল। ছোট্ট কেরিয়ারে তেজনারায়ণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে টেস্ট সেঞ্চুরি করেছেন। তাও আবার ডবল সেঞ্চুরি।

IND vs WI 2023 Match Preview: লক্ষ্য সুন্দর ভবিষ্যৎ; আজ শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ
Image Credit source: WICB

Follow Us

এই দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে…। সাংবাদিক সম্মেলনে বলেন রোহিত শর্মা। অতীত ভুলতে চাইলেও ভোলা সম্ভব নয়। তা মনে রেখেই এগিয়ে যেতে হয়। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এমন পরিস্থিতিতেই দাঁড়িয়ে। দু-দলের কাছেই এগিয়ে যাওয়ার লড়াই। অক্টোবরে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। কিন্তু এই প্রথম বার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেই হতাশা ভুলে নতুন শুরুই লক্ষ্য। ২০১৩ সালের পর থেকে আইসিসি টুর্নামেন্টে ভারত ট্রফির খুব কাছে গিয়েও খালি হাতে ফিরেছে। এই তালিকায় সদ্য যোগ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। টানা দু-বার ফাইনালে উঠেও রানার্স। আজ শুরু ভারতের নতুন পর্ব। লক্ষ্য, সুন্দর ভবিষ্যৎ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হার নিয়ে আবারও প্রশ্ন সামলাতে হল রোহিতকে। সদ্য কিংবদন্তি সুনীল গাভাসকর প্রশ্ন তুলেছেন রোহিতের নেতৃত্ব নিয়ে। প্রবল সমালোচনায় ভরিয়ে দিয়েছেন। বিদেশের মাটিতে এখনও অবধি মাত্র একটি টেস্টেই নেতৃত্ব দিয়েছেন রোহিত। আর সেই একমাত্র ম্যাচ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে আর নাও খেলতে দেখা যেতে পারে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ান ডে বিশ্বকাপকেই পাখির চোখ করছেন রোহিত। ওভালে রানার্স, এ বার নতুন সিরিজ, নতুন সফর। রোহিত বলেন, ‘প্রথমত আমি চাই, প্রত্যেককে যাতে একশো শতাংশ ফিট অবস্থায় পাওয়া যায়। দ্বিতীয়ত, অনেক দিন হল, কোনও ট্রফি জিততে পারিনি। আমাদের মতো চেষ্টা করে যাব। আমরা ট্রফি জিততে না পারলেও গত কয়েক বছর ভালো খেলেছি। এখন ট্রফি জেতাই লক্ষ্য।’

বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারার হতাশা থেকে বেরনোর লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। আর তার জন্য সেরা উপায় এই সিরিজে ভালো পারফর্ম করা। ভারতের শক্তিশালী দলের বিরুদ্ধে নজরকাড়া পারফর্ম করতে পারলে কিছুটা স্বস্তি ফিরবে। গত ২১ বছরে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। এ বারও হয়তো অভিজ্ঞতার দিক থেকে মনে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে রয়েছে। যদিও দলে বেশ কিছু তরুণ মুখ থাকায় আশায় বুক বাঁধছে ক্যারিবিয়ান শিবিরও।

ওয়েস্ট ইন্ডিজ দলে আলাদা করে নজর থাকবে তেজনারায়ণ চন্দ্রপলের ওপর। বাবা শিবনারায়ণ চন্দ্রপল ভারতীয় বোলারদের বিরুদ্ধে সফল। ছোট্ট কেরিয়ারে তেজনারায়ণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে টেস্ট সেঞ্চুরি করেছেন। তাও আবার ডবল সেঞ্চুরি। বাবা শিবনারায়ণ চন্দ্রপল ভারতের বিরুদ্ধে সাতটি সেঞ্চুরি করেছেন। তেজনারায়ণেরও নজর থাকবে এই সিরিজে চমকে দেওয়া পারফরম্যান্সের দিকে।

Next Article