RR vs LSG IPL 2023 Match Prediction : প্রথম ‘হোম’ ম্যাচে ধারাবাহিক রাজস্থানের সামনে সুপার জায়ান্টস
Rajasthan Royals vs Lucknow Super Giants Preview : কিছুটা চিন্তার জায়গা রিয়ান পরাগের ফর্ম। বোলিংয়ে সেভাবে ব্য়বহার করা হয়নি। ব্য়াটিংয়ে ফ্লপ। এরপরও তাঁকে সুযোগ দেওয়া হবে কিনা, সেটাই প্রশ্ন।
দীপঙ্কর ঘোষাল : এ বারের টুর্নামেন্টে এখনও অবধি একাধিক ‘হোম’ ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। যদিও সেগুলি খেলেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। এ বার প্রকৃত অর্থেই ‘হোম ম্যাচে’ নামছে রাজস্থান রয়্যালস। জয়পুরে মরসুমের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে ফিরে উচ্ছ্বিসত সঞ্জু স্যামসনরা। কিন্তু কিছু অস্বস্তিও থাকছে। মরসুমের প্রথম ম্য়াচ হওয়ায় এখানকার পিচ, পরিস্থিতির সঙ্গে কতটা দ্রুত মানিয়ে নেওয়া যাবে! সঞ্জু স্য়ামসনের নেতৃত্বে এ বারও ভালো পারফর্ম করছে রাজস্থান। গত বারের রানার্স তারা। চেন্নাই সুপার কিংস এবং গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দুটি জিতে আত্মবিশ্বাসে ভরপুর রাজস্থান। অন্য দিকে, এ বারের টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।
লখনউ সুপার জায়ান্টস শিবিরে সবচেয়ে বড় অস্বস্তি অধিনায়ক লোকেশ রাহুলের ফর্ম। টুর্নামেন্টে পাঁচ ম্য়াচ খেলেছে লখনউ। জয় তিনটিতে। লোকেশ রাহুল অন্যান্য় বার অরেঞ্জ ক্য়াপের দৌড়ে প্রথম পাঁচে অন্তত থাকেন। এ বার কয়েক ম্য়াচে ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে ব্য়র্থ। স্বাভাবিক ভাবেই যা দলের ক্ষেত্রেও চিন্তা বাড়িয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে বিশাল রান তাড়া করে জিতেছিল লখনউ। কিন্তু গত ম্যাচে ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে হারে তারা। মিডল ওভারে রান তুলতে না পারা অন্যতম কারণ। নিকোলাস পুরান ফ্লপ করলেই মিডল অর্ডারে ব্যর্থতা। অল্প রানের পুঁজি নিয়ে গত ম্যাচে জেতা সম্ভব হয়নি। লোকেশ রাহুল গত ম্যাচে রান পেলেও বাকিরা সঙ্গ দিতে পারেননি। লোকেশ রাহুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। রবি বিষ্ণোইকে অনেক দেরিতে আক্রমণে এনেছিলেন। না হলে হয়তো ম্য়াচের রং বদলে যেতে পারত।
রাজস্থান রয়্যালসের ব্য়াটিং আক্রমণ ধারাবাহিক। অধিনায়ক সঞ্জু স্যামসনও রানের মধ্যে। গত ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রান তাড়ায় খেই হারালেও অধিনায়ক সঞ্জু এবং শেষ দিকে হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ ওভারে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান। ফর্মে রয়েছেন দুই ওপেনার জস বাটলার এবং যশস্বী জয়সোয়ালও। সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন দেবদত্ত পাডিকালও। কিছুটা চিন্তার জায়গা রিয়ান পরাগের ফর্ম। বোলিংয়ে সেভাবে ব্য়বহার করা হয়নি। ব্য়াটিংয়ে ফ্লপ। এরপরও তাঁকে সুযোগ দেওয়া হবে কিনা, সেটাই প্রশ্ন। বোলিং আক্রমণে যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মারা ভরসা দিচ্ছেন। ঘরের মাঠে প্রথম ম্য়াচ জিতে শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া রাজস্থান রয়্যালস।