T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপেও কি ভারতের নেতা হার্দিক? রোহিতকে নিয়ে হঠাৎই ধোঁয়াশা
Rohit Sharma: নতুন বছরে শোনা গিয়েছে টি-২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান রোহিত। তারপর থেকেই ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল, হয়তো টি-২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এ বছরের টি-২০ বিশ্বকাপের সূচি। তারপর এমন এক ছবি সামনে এসেছে, যা দেখে অনেকেই বলাবলি করছেন, রোহিত শর্মা নন, টি-২০ বিশ্বকাপেও হয়তো ভারতের নেতা হবেন হার্দিক পান্ডিয়া।
কলকাতা: রোহিত শর্মার (Rohit Sharma) সকল সাম্রাজ্যে কি থাবা বসিয়ে চলেছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)? গত বছরের ডিসেম্বরে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। MI শিবিরে এসেই পেয়েছেন ক্যাপ্টেনের দায়িত্ব। মুম্বই ইন্ডিয়ান্সে নেতা রোহিতের জমানা শেষ হয়েছে। গত বছরের টি-২০ বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে কুড়ি-বিশের ফর্ম্যাটে খেলেননি রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে ভারতের হয়ে টি-২০ নেতার ভূমিকায় দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। নতুন বছরে শোনা গিয়েছে টি-২০ ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে চান রোহিত। তারপর থেকেই ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল, হয়তো টি-২০ বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে এ বছরের টি-২০ বিশ্বকাপের সূচি। তারপর এমন এক ছবি সামনে এসেছে, যা দেখে অনেকেই বলাবলি করছেন, রোহিত শর্মা নন, টি-২০ বিশ্বকাপেও হয়তো ভারতের নেতা হবেন হার্দিক পান্ডিয়া।
রোহিত কোথায়? টি-২০ বিশ্বকাপে ভারতের নেতা কি হার্দিক?
আসলে টি-২০ বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের পোস্টারকে ঘিরে যত বিতর্ক। টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত হওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে ভারতের সূচি এবং ভারত-পাকিস্তান ম্যাচের জন্য যে পোস্টার প্রকাশ করা হয়েছে তাতে রোহিত শর্মার জায়গায় টিম ইন্ডিয়ার অধিনায়কের জায়গায় হার্দিক পান্ডিয়ার ছবি দেওয়া হয়েছে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
Star Sports poster for Indian team schedule in T20I World Cup 2024. pic.twitter.com/MNaOtIiP4U
— Johns. (@CricCrazyJohns) January 5, 2024
ওডিআই বিশ্বকাপে পাকিস্তান ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। এরপর পাকিস্তানের টি-২০ ক্যাপ্টেন করা হয় শাহিন আফ্রিদিকে। এ বার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের যে নতুন পোস্টার প্রকাশ করেছে সম্প্রচারকারী চ্যানেল তাতে শাহিনের ছবি রয়েছে। এবং হার্দিক পান্ডিয়ার ছবি রয়েছে। তা দেখে নেটিজ়েনদের প্রশ্ন, পোস্টারে কেন রোহিত শর্মা নেই? হার্দিক পান্ডিয়াকে কেন রাখা হয়েছে।
Hardik pandya in poster, no Rohit. Schedule is announced and we didn’t know that who is going to be captain of India??
— Kirkett (@bhaskar_sanu08) January 5, 2024
চলতি জানুয়ারিতে রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ। তার জন্য এখনও ভারতীয় টিম ঘোষণা হয়নি। হার্দিক পান্ডিয়া এখন চোট সারানোর জন্য রিহ্যাবে রয়েছেন। এ বার দেখার আফগান সিরিজে ভারতের নেতার ভূমিকায় রোহিত শর্মা ফেরেন কিনা।