IND vs SA ODI: ভারতের বিরুদ্ধে কেন গোলাপি জার্সি পরে খেলছে দক্ষিণ আফ্রিকা?
South Africa: বিশ্বকাপ শেষে তিন ফরম্যাটের সিরিজে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টি-২০ পর এ বার ওডিআইয়ের মঞ্চে মুখোমুখি হয়েছে ভারত -দক্ষিণ আফ্রিকা। প্রথম ওডিআইয়ে ভারতের বিরুদ্ধে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কেন চেনা সবুজ জার্সি ছেড়ে গোলাপি রঙকে বেছে নিয়েছে প্রোটিয়ারা জানেন?
1 / 8
শেষ হয়েছে বিশ্বকাপ। মহাযুদ্ধে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও শেষে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
একইভাবে গ্রপ পর্বে দুরন্ত পারফর্ম করেছে দক্ষিণ আফ্রিকা। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে চোকার্স তকমা ঘোঁচাতে পারেনি প্রোটিয়ারা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
বিশ্বকাপ শেষে তিন ফরম্যাটের সিরিজে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টি-২০ পর এ বার ওডিআইয়ের মঞ্চে মুখোমুখি হয়েছে ভারত -দক্ষিণ আফ্রিকা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
প্রথম ওডিআইয়ে ভারতের বিরুদ্ধে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। কেন চেনা সবুজ জার্সি ছেড়ে গোলাপি রঙকে বেছে নিয়েছে প্রোটিয়ারা জানেন? (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
স্তন ক্যানসারের সচেতনতা বাড়ানোর জন্যই জার্সি বদলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমনকি আজ গ্যালারিও প্রায় গোলাপি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে দর্শকদের গোলাপি জার্সি পরে আসার অনুরোধ জানানো হয়েছে। বোর্ডের কথা মেনে গোলাপি জার্সি পরে এসেছেন দর্শকরাও। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
এমনকী এই ম্যাচের টিকিট বিক্রির পুরো টাকা ক্যানসার আক্রান্ততের হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
এটাই প্রথম নয়, এর আগে গোলাপি জার্সিতে ১১ টি ওডিআই ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ৯ বার জিতেছে তারা। (ছবি:সোশ্যাল মিডিয়া)