Jitesh Sharma: ভবিষ্যতের ফিনিশার! দ্রাবিড়ের বার্তা ভোলেননি জীতেশ
Asian Games 2023, Rahul Dravid: আইপিএলে এই ব্যাটিং পজিশনে নজর কেড়েছেন। এশিয়ান গেমসে জাতীয় দলেও নিজের দক্ষতা প্রমাণের দারুণ সুযোগ জীতেশের সামনে। আইপিএল সহ টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইকরেট প্রায় দেড়শোর মতো। নীল জার্সিতে সেই বিধ্বংসী ব্যাটিং কতটা দেখা যায়, নজর সেদিকেই।
এর আগেও জাতীয় দলে সুযোগ হয়েছিল। তবে চোট পাওয়া সঞ্জু স্যামসনের বিকল্প হিসেবে। সেই ডাক পাওয়া আদতে কোনও রাস্তা তৈরি করেনি। এ বার এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলে রয়েছেন। জীতেশ শর্মার কাছে কোনও অবাক বিষয় নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পঞ্জাব কিংসের এই কিপার-ব্যাটারের কাছে সুযোগটা যেন প্রাপ্যই ছিল। জীতেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে হেড কোচ রাহুল দ্রাবিড়ের পুরনো কথা। যা মেনে চলছেন জীতেশ। কী বলেছিলেন দ্রাবিড়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বছরের শুরুতে ভারতীয় ড্রেসিংরুমে প্রবেশ। খুব কম সময়ের জন্য হলেও টিম ইন্ডিয়ার অন্দরে ঢোকা যে কোনও তরুণ ক্রিকেটারের কাছে বাড়তি পাওনা। হেড কোচ রাহুল দ্রাবিড় সে সময় বলেছিলেন, ‘নীজের ওপর ভরসা হারিওনা। প্রাথমিক বিষয়গুলো করে যাও।’ টি-টোয়েন্টি ফরম্যাটে ৫-৬ নম্বরে ব্যাট করলে বিশেষ কিছু করার থাকে না। হাতে গোনা কয়েকটি ডেলিভারি। এতেই নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। জাতীয় দলে কি এমনই ভূমিকা অপেক্ষা করছে? দ্রাবিড়ের সেই বার্তায় তেমনই ইঙ্গিত ছিল জীতেশের জন্য।
বিদর্ভের এই ক্রিকেটার সংবাদসংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে বলেন, ‘দ্রাবিড় স্যারের সঙ্গে যখনই কথা হয় উন্নতির বিষয়েই আলোচনা হয়। প্রথম বার জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও হয়েছিল।’ দ্রাবিড় তাঁকে কী বলেছিলেন? জীতেশ খোলসা করলেন, ‘দ্রাবিড় স্যার বলেছিলেন-যে ভাবে ব্যাটিং করছ, করে যাও। ভবিষ্যতের জন্য আমরা সেটাই দেখছি। টিমে এই পজিশনে এমন প্লেয়ারই প্রয়োজন।’
আইপিএলে এই ব্যাটিং পজিশনে নজর কেড়েছেন। এশিয়ান গেমসে জাতীয় দলেও নিজের দক্ষতা প্রমাণের দারুণ সুযোগ জীতেশের সামনে। আইপিএল সহ টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইকরেট প্রায় দেড়শোর মতো। নীল জার্সিতে সেই বিধ্বংসী ব্যাটিং কতটা দেখা যায়, নজর সেদিকেই।