WPL 2025, GG vs UPW: হতাশা দূর! হরলীন-ডটিনে জয়ে ফিরল গুজরাট জায়ান্টস

Feb 16, 2025 | 11:21 PM

UP Warriorz vs Gujarat Giants Women Report: আরসিবির কিপার-ব্যাটার বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। মরসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বেশ কয়েকবার হোঁচট গুজরাট জায়ান্টসের। শেষ অবধি ৬ উইকেটে জয়।

WPL 2025, GG vs UPW: হতাশা দূর! হরলীন-ডটিনে জয়ে ফিরল গুজরাট জায়ান্টস
Image Credit source: WPL

Follow Us

উইমেন্স প্রিমিয়ার লিগে মরসুমের প্রথম ম্যাচেই নেমেছিল গুজরাট জায়ান্টস। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। বোর্ডে বিশাল টার্গেট দিয়েও জিততে পারেনি গুজরাট জায়ান্টস। জয় ও হারের ফয়সালা করে দিয়েছিলেন রিচা ঘোষ। আরসিবির কিপার-ব্যাটার বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। মরসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বেশ কয়েকবার হোঁচট গুজরাট জায়ান্টসের। শেষ অবধি ৬ উইকেটে জয়।

হার দিয়ে মরসুম শুরু হল দীপ্তি শর্মার নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়র্সের। প্রথম ম্যাচের মতোই টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট জায়ান্টস ক্য়াপ্টেন অ্যাশলে গার্ডনার। মরসুমের প্রথম ম্যাচ, গুছিয়ে নেওয়ার সুযোগই পেল না ইউপি। কিপার ব্যাটার উমা ছেত্রী ২৪ এবং ক্যাপ্টেন দীপ্তি শর্মা ৩৯ করেন। ইনিংসে আর কোনও উল্লেখযোগ্য বড় স্কোর নেই। যে কারণে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৪৩ রান তোলে ইউপি।

প্রথম দু-ম্যাচেই দেখা গিয়েছে, বরোদা হাইস্কোরিং ভেনু। ফলে এই স্কোর যে যথেষ্ট ছিল না বলাই যায়। ইউপির বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন স্পিনার প্রিয়া মিশ্র। রান তাড়ায় বড় হোঁচট খায় জায়ান্টসরা। বেথ মুনি ও হেমলতা রানের খাতাই খুলতে পারেননি। ক্যাপ্টেন অ্যাশলে গার্ডনারের সঙ্গে জুটি গড়েন ওপেনার লরা উলফার্ট। ২২ রানে ফেরেন উলফার্টও। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি গার্ডনারের। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিল ইউপি। যদিও হরলীন দেওল (৩৪) ও দিয়েন্দ্র ডটিনের (৩৩) অবিচ্ছিন্ন জুটিতে জয় গুজরাট জায়ান্টসের।

Next Article