Rohit Sharma: ICC ওয়ান টিমের ক্যাপ্টেন রোহিতই, বর্ষসেরা টিমে মোট ৬ ভারতীয় ক্রিকেটার

ICC ODI Team of The Year 2023: গত বছর ওয়ান ডে ক্রিকেটে রোহিত দারুণ ফর্মে ছিলেন রোহিত শর্মা। ব্যাট হাতে মোট ১২৫৫ রান করেছেন। গড় ৫২। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিমকে তোলার পাশাপাশি বিশ্বকাপের ফাইনালেও তুলেছেন। যদিও ঘরের মাঠে টিমকে চ্যাম্পিয়ন করতে পারেননি। তা পারলে কিংবদন্তি নেতা হয়ে যেতেন রোহিত। তাঁকে অবশ্য এ দিয়ে বিচার করা যাবে না। কারণ, তিনি নিজের রেকর্ডের কথা ভেবে কখনওই খেলেননি। বরং টিমের স্বার্থ আগে দেখেছেন।

Rohit Sharma: ICC ওয়ান টিমের ক্যাপ্টেন রোহিতই, বর্ষসেরা টিমে মোট ৬ ভারতীয় ক্রিকেটার
Image Credit source: ICC

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 23, 2024 | 2:09 PM

কলকাতা: রোহিত শর্মাকে এখনই ‘অতীত’ করা যে যাবে না, তা আইসিসি বুঝিয়ে দিল। গত বছর দারুণ ছন্দে ছিলেন। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারলেও দারুণ পারফর্ম করেছে ভারতীয় টিম। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। শুধু তাই নয়, ব্যাট হাতেও টিমকে টেনেছেন। তারই পুরস্কার পেলেন। আইসিসি বছরের সেরা টিম ঘোষণা করেছে। তাতে রোহিতকেই নেতা করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে, ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট প্রভাব ফেলেছেন রোহিত। আইসিসির বর্ষসেরা একাদশে শুধু রোহিত নন, আরও ৫ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সেই টিমে আর কেকে আছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছর ওয়ান ডে ক্রিকেটে রোহিত দারুণ ফর্মে ছিলেন রোহিত শর্মা। ব্যাট হাতে মোট ১২৫৫ রান করেছেন। গড় ৫২। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিমকে তোলার পাশাপাশি বিশ্বকাপের ফাইনালেও তুলেছেন। যদিও ঘরের মাঠে টিমকে চ্যাম্পিয়ন করতে পারেননি। তা পারলে কিংবদন্তি নেতা হয়ে যেতেন রোহিত। তাঁকে অবশ্য এ দিয়ে বিচার করা যাবে না। কারণ, তিনি নিজের রেকর্ডের কথা ভেবে কখনওই খেলেননি। বরং টিমের স্বার্থ আগে দেখেছেন। যে কারণে বিশেষজ্ঞ মহলের প্রশংসাও পেয়েছেন বারবার। আইসিসির বর্ষসেরা ওয়ান ডে টিমে রোহিতের পাশাপাশি জায়গা পেয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ সামি। এই বর্ষসেরা টিমের মোট ৮জন প্লেয়ার ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। বাকি তিনজন সেমিফাইনাল।

১১ জনের বর্ষসেরা টিমে ৬ ভারতীয়কে বাদ দিলে ট্রাভিস হেড, ড্যারেল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা রয়েছে। এঁদের মধ্যে ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা খেলেছেন বিশ্বকাপ ফাইনাল। পুরো বিশ্বকাপেই ভারতের দাপট ছিল বেশি। আইসিসির এই বর্ষসেরা টিমও সেই ভাবেই সাজানো হল।

পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সামি, কুলদীপ যাদব, মহম্মদ সামি।