রক্তিম ঘোষ
কলকাতা: বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের দিন টিভি নাইন বাংলা ডিজিটাল প্রকাশ করেছিল ইডেন চত্বরে টিকিটের কালোবাজারির খবর। ছবি সহ আমরা দেখিয়েছিলাম, কিভাবে খুল্লমখুল্লা চলছে এই কান্ড! ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেও কালোবাজারি রুখতে কম ধরপাকড় চলেনি। জিজ্ঞাসাবাদও চলেছে থানায় ডেকে। কিন্তু আদৌ কি কালোবাজারি রোখা গিয়েছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দুপুর গড়াচ্ছে। ইডেনে সেমিফাইনালের সময় এগোচ্ছে। দর্শকদের ভিড় বাড়ছে ধর্মতলা থেকে ইডেনের দিকে। ভবানীপুর ক্লাব পার করে ডানদিকে টার্না নিতেই কানের সামনে অনর্গল’ টিকিট লাগবে, টিকিট লাগবে!’ এক বার যে প্রস্তাবে সাড়া দিচ্ছেন, তাঁদের কাছে পরের উত্তর, ‘৪০০-র টিকিট ৬০০ টাকা! ৮০০-র টিকিট ১২০০ টাকায়।’ কিনছেন কেউ, কেউ। বাকিরা বলছেন, ‘একটু কম হবে কি?’ এ তো রাস্তার ধারেই টিকিট কালোবাজারি! ক্যামেরা খুলতেই হুমকি! এরপর যেসব দৃশ্য দর্শন হল, তা অবাক করার মতো!
টিকিট কালোবাজারিরা ঠিক মাতঙ্গিনী মূর্তির সামনে দাঁড়িয়ে। হাতে টিকিট। টিকিট লুকনোর নামগন্ধ নেই। সামনে হেঁটে যাচ্ছে পুলিশ। তাতেও কুছ পরোয়া নেহি। হাতে টিকিট, গলায় হাঁকডাক। চলল। সময় তখন প্রায় ২টো। ম্যাচের সময় একেবারে দোরগোড়ায়। এবার ব্ল্যাকাররা আকাশের দিকে তুললেন টিকিট! বাড়ল আওয়াজ। আর কমল টিকিটের দাম। তখন দামের দামে সব টিকিট।
চলতি বিশ্বকাপে টিকিট কালোবাজারি রুখতে এত তৎপরতা। বিশেষ করে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। ধরপাকড় চলেছে ম্যাচের আগে। বাজেয়াপ্ত হয়েছে বহু টিকিট। তবুও সেমিফাইনালের মতো ম্যাচের আগে সেই নজরদারি কোথায়!