Mahendra Singh Dhoni: ‘আগে দেশ…’, ভ্রমণের উইশলিস্ট তৈরি মহেন্দ্র সিং ধোনির!

Mahendra Singh Dhoni Travel Wish List: ভারতবর্ষ কতটা সুন্দর, অনেকেই হয়তো সেটার স্বাদ নিতে ব্যর্থ। বিদেশে বেড়াতে যাওয়াই যেন বেশি পছন্দ। সেখানে মোদীর আহ্বান নিয়ে মলদ্বীপের মন্ত্রীরা বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। যার নিন্দা করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, ভেঙ্কটেশ প্রসাদের মতো ক্রিকেটাররাও। ভারতীয়দের আবেদন করেছেন, নিজের দেশের সৌন্দর্যও উপভোগ করার জন্য। এ বার বার্তা বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

Mahendra Singh Dhoni: 'আগে দেশ...', ভ্রমণের উইশলিস্ট তৈরি মহেন্দ্র সিং ধোনির!
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Updated on: Jan 08, 2024 | 5:11 PM

কলকাতা: ক্রিকেটের সৌজন্যে নানা দেশেই যেতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। এশিয়ার একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জিতেছেন মাহি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন ক্যাপ্টেন মাহি। আইপিএলের গত সংস্করণে পঞ্চম ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। মাহির নেতৃত্বেই। ক্রিকেটের সৌজন্যে নানা দেশ গেলেও বেড়ানোর ইচ্ছে পূরণ হয়নি। এমনই বলছেন মহেন্দ্র সিং ধোনি। এর জন্য উইশলিস্টও তৈরি করে ফেলেছেন! সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানান, বিদেশে ভ্রমণের বদলে সকলের উচিত একবার লাক্ষাদ্বীপ ঘুরে দেখা। এই নিয়ে অবমাননাকার মন্তব্য করে বিতর্ক বাড়ান মলদ্বীপের একাধিক মন্ত্রী। এরই মাঝে মহেন্দ্র সিং ধোনির বার্তা, আগে দেশ ঘুরে দেখতে চাই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতবর্ষ কতটা সুন্দর, অনেকেই হয়তো সেটার স্বাদ নিতে ব্যর্থ। বিদেশে বেড়াতে যাওয়াই যেন বেশি পছন্দ। সেখানে মোদীর আহ্বান নিয়ে মলদ্বীপের মন্ত্রীরা বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। যার নিন্দা করেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিং, ভেঙ্কটেশ প্রসাদের মতো ক্রিকেটাররাও। ভারতীয়দের আবেদন করেছেন, নিজের দেশের সৌন্দর্যও উপভোগ করার জন্য। এ বার বার্তা বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় ধোনি বলছেন, ‘আমি অনেক দেশেই গিয়েছি, তবে সেটা ছুটি কাটাতে নয়। ক্রিকেট জীবনে বিভিন্ন দেশে যেতে হয়েছে। প্রাকৃতিক দৃশ্য দেখার সেই অর্থে সুযোগ হয়নি। ক্রিকেটেই ফোকাস ছিল। আমার স্ত্রী (সাক্ষী) বেড়াতে খুবই ভালবাসে। আমাদের পরিকল্পনা রয়েছে, সময় বের করে এ বার ভ্রমণে বেরোব। আমরা শুরুটা করতে চাই নিজের দেশ দিয়েই। আমাদের দেশে ভ্রমণের জন্য প্রচুর জায়গা রয়েছে, আগে সেগুলো ঘুরে দেখতে চাই। এরপর অন্য জায়গার কথা ভাবব।’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। গত সংস্করণে হাঁটুর চোট নিয়েও পুরো টুর্নামেন্টে খেলেন মাহি। এরপরই অস্ত্রোপচার করান। আগামী আইপিএলেও খেলবেন। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।