WPL 2024: টানা চার ম্যাচে হার মিতালির জায়ান্টসের, জয়ের হ্যাটট্রিকে শীর্ষে সৌরভের দিল্লি

Mar 03, 2024 | 10:57 PM

Delhi Capitals vs Gujarat Giants: গত বারের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালসের নতুন মরসুম শুরু হয়েছিল হতাশায়। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে হেরেছিল দিল্লি। এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাটট্রিক করল তারা। সামনে থেকে নেতৃত্ব দিলেন মেগ ল্যানিং। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট জায়ান্টস অধিনায়ক বেথ মুনি। এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে দাঁড়াল।

WPL 2024: টানা চার ম্যাচে হার মিতালির জায়ান্টসের, জয়ের হ্যাটট্রিকে শীর্ষে সৌরভের দিল্লি
Image Credit source: X

Follow Us

উদ্বোধনী সংস্করণ শেষ হয়েছিল হতাশায়, নতুন মরসুমেও সেই হতাশাই। উইমেন্স প্রিমিয়ার লিগের নতুন মরসুমের আগে একঝাঁক পরিবর্তন করেছিল গুজরাট জায়ান্টস। এই টিমের মেন্টর কিংবদন্তি মিতালি রাজ। অকশনে নেওয়া প্লেয়ারদের নিয়ে আশাবাদী ছিলেন, এ বার পারফরম্যান্সে উন্নতি হবে। তবে ব্যাটিংয়ে পাওয়ার হিটিংয়ের অভাব ঢাকছে না কিছুতেই। নতুন মরসুমে টানা চার ম্যাচে হার। এ দিন দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানের বিশাল ব্যবধানে হার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বারের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালসের নতুন মরসুম শুরু হয়েছিল হতাশায়। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে হেরেছিল দিল্লি। এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। জয়ের হ্যাটট্রিক করল তারা। সামনে থেকে নেতৃত্ব দিলেন মেগ ল্যানিং। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট জায়ান্টস অধিনায়ক বেথ মুনি। এই সিদ্ধান্তই বুমেরাং হয়ে দাঁড়াল। গুজরাট জায়ান্টসের খারাপ ফিল্ডিংও পার্থক্য গড়ে দিয়েছে দু-দলের মধ্যে।

মেগ ল্যানিংয়ের হাফসেঞ্চুরি, অ্যালিস ক্যাপসি ও অ্যানাবেল সাদারল্যান্ডের ক্যামিও ইনিংস। গুজরাট জায়ান্টসকে ১৬৪ রানের লক্ষ্য দেয় দিল্লি ক্যাপিটালস। গুজরাটের হয়ে অনবদ্য বোলিং মেঘনা সিংয়ের। ৪ উইকেট নেন তিনি। ব্যাটিং বিভাগ অবশ্য চাপ সামলাতে পারল না। দিল্লির বোলিংয়ে দুর্দান্ত শুরু তিতাস সাধু ও শিখা পান্ডের। তাদের তৈরি চাপের সুযোগ নেন দুই বাঁ হাতি স্পিনার জেস জোনাসেন এবং রাধা যাদব। দু-জনেই তিনটি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই গুজরাট ইনিংসের ইতি। জয়ের হ্যাটট্রিকে পয়েন্ট টেবলে শীর্ষে উঠে এল দিল্লি ক্যাপিটালস।

দিল্লি ক্যাপিটালসের এই পারফরম্যান্সে কৃতিত্ব দিতে হবে ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে অকশন টেবলে মুন্সিয়ানা দেখিয়েছিলেন সৌরভ। গত বার রানার্স। এ বার চ্যাম্পিয়নের ট্রফিই লক্ষ্য।

Next Article