AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WPL 2024: ওয়ারিয়র্সের গ্রেস-ফুল জয়, মিতালির জায়ান্টসের হারের হ্যাটট্রিক

Gujarat Giants vs UP Warriorz: টিমের মেন্টর মিতালি রাজের মতো কিংবদন্তি ক্রিকেটার। এ মরসুমে দল পুরো ঢেলে সাজিয়েছে গুজরাট জায়ান্টস। দলের পারফরম্যান্সে ইতিবাচক কোনও পরিবর্তন হল না। এ দিন ইউপি ওয়ারিয়র্সের কাছে হার। ওয়ারিয়র্সের গ্রেস-ফুল জয়ে টুর্নামেন্টে অভিষেক হল চামারি আতাপাত্তুর। মেয়েদের ক্রিকেটে কিংবদন্তি চামারি। অভিষেক ম্যাচে সন্তোষজনক পারফর্ম করেন।

WPL 2024: ওয়ারিয়র্সের গ্রেস-ফুল জয়, মিতালির জায়ান্টসের হারের হ্যাটট্রিক
Image Credit: WPL
| Updated on: Mar 01, 2024 | 10:41 PM
Share

উইমেন্স প্রিমিয়ার লিগে নতুন মরসুমেও হতাশা গুজরাট জায়ান্টসের। টানা তিন ম্যাচে হার। এই টিমের মেন্টর মিতালি রাজের মতো কিংবদন্তি ক্রিকেটার। এ মরসুমে দল পুরো ঢেলে সাজিয়েছে গুজরাট জায়ান্টস। দলের পারফরম্যান্সে ইতিবাচক কোনও পরিবর্তন হল না। এ দিন ইউপি ওয়ারিয়র্সের কাছে হার। অন্য দিকে, অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি প্রথম দু-ম্যাচে হারলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। গুজরাটের বিরুদ্ধে ৬ উইকেটের গ্রেসফুল জয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

জোড়া হারে এ বারের মরসুম শুরু করেছিল ইউপি ওয়ারিয়র্স। গত ম্যাচে পরিকল্পনায় বদল আনে। লোয়ার অর্ডার ব্যাটার কিরণ নবগীরেকে ওপেনিংয়ে আনে ইউপি টিম ম্যানেজমেন্ট। কিরণ পাওয়ার হিটার। ক্যামিও ইনিংস খেলতে পারদর্শী। প্রথম ম্যাচে সেই পরিকল্পনা সাফল্য পেয়েছিল। এই ম্যাচে বড় অবদান না থাকলেও ক্যাপ্টেন অ্যালিসা হিলির সঙ্গে ৪২ রানের জুটি গড়েন। পাওয়ার প্লে-তে তাঁর বিধ্বংসী ব্যাটিং ইউপির ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।

প্রথমে ব্যাট করে ইউপি ওয়ারিয়র্সকে মাত্র ১৪৩ রানের লক্ষ্য দেয় গুজরাট জায়ান্টস। শেষ দিকে অ্যাশলে গার্ডনার ১৭ বলে ৩০ রানের ক্যামিও না খেললে এই অবধিও পৌঁছত না স্কোর। রান তাড়ায় ইনিংসের মাঝপথে জোড়া উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে ইউপি ওয়ারিয়র্স। যদিও দীপ্তি শর্মা ও গ্রেস হ্যারিসের অবিচ্ছিন্ন জুটি আর কোনও বিপদ আসতে দেয়নি। ৩৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস গ্রেস হ্যারিসের। ওয়ারিয়র্সের গ্রেস-ফুল জয়ে টুর্নামেন্টে অভিষেক হল চামারি আতাপাত্তুর। মেয়েদের ক্রিকেটে কিংবদন্তি চামারি। অভিষেক ম্যাচে সন্তোষজনক পারফর্ম করেন।