WPL 2024: শেফালির সৌরভ! ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালস
UP Warriorz vs Delhi Capitals: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে ধস নামায় দিল্লি। পাওয়ার প্লে-তে ৩ ওভারের স্পেলে একটি মেডেন সহ মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট নেন দিল্লি পেসার মারিজান কাপ। টানা চার ওভারের স্পেল করানো হয় তাঁকে দিয়ে। পাওয়ার প্লে শেষেও তাঁর সিম-সুইং সামলাতে হিমশিম পরিস্থিতি ইউপি ব্যাটারদের। সপ্তম ওভার তথা কোটার শেষ ওভারে মাত্র ৩ রান দেন মারিজান।

উইমেন্স প্রিমিয়ার লিগে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। এ মরসুম শুরু হয়েছিল হার দিয়ে। উদ্বোধনী ম্যাচে শেষ বলে ছয় মেরে দিল্লির জয়ের আশায় জল ঢেলেছিলেন সাজানা। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন দিল্লি ক্যাপিটালসের। অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়র্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল দিল্লি। বল হাতে অভাবনীয় পারফরম্যান্স মারিজান কাপের। তেমনই রান তাড়ায় হাফসেঞ্চুরি মেগ ল্যানিং ও শেফালি ভার্মার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতেই প্রতিপক্ষ শিবিরে ধস নামায় দিল্লি। পাওয়ার প্লে-তে ৩ ওভারের স্পেলে একটি মেডেন সহ মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট নেন দিল্লি পেসার মারিজান কাপ। টানা চার ওভারের স্পেল করানো হয় তাঁকে দিয়ে। পাওয়ার প্লে শেষেও তাঁর সিম-সুইং সামলাতে হিমশিম পরিস্থিতি ইউপি ব্যাটারদের। সপ্তম ওভার তথা কোটার শেষ ওভারে মাত্র ৩ রান দেন মারিজান। সব মিলিয়ে ৪ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট মারিজান কাপের। শ্বেতা শেরাওয়াতের ৪৫ রানের সৌজন্যে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৯ রান করে ইউপি ওয়ারিয়র্স।
চিন্নাস্বামীর এই মাঠে রান তাড়া সহজ। পরিসংখ্যানও সেই দিকেই এগিয়ে। দিল্লি ক্যাপিটালস পরিসংখ্যান আরও মজবুত করল। শেফালি ভার্মা-মেগ ল্যানিং ওপেনিং জুটি যে ভাবে ব্যাট করছিল, মনে হয়েছিল ১০ উইকেটেই জয় ছিনিয়ে নেবে দিল্লি। স্কোর সমান হওয়ার পর আউট দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। তিনে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন জেমাইমা রডরিগজ। মেগ ল্যানিং করেন ৫১ রান। তবে দিল্লি ব্যাটিংয়ে নায়ক শেফালি ভার্মা। ৪৩ বলে ৬৪ রানে অপরাজিত দিল্লির এই বিধ্বংসী ওপেনার।





