AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuzvendra Chahal-Kuldeep Yadav: বন্ধুর পাঁচের দিনে কাউন্টিতে খাতা খুললেন চাহাল

ODI World Cup 2023, Team India: উইকেটের পিছনে থাকতেন মহেন্দ্র সিং ধোনি। সারাক্ষণ দু-জনকে কিছু না কিছু পরামর্শ দিয়ে যাচ্ছেন। ওয়ান ডে ক্রিকেটে পেসাররা নতুন বলে উইকেট নেবেন, প্রত্যাশিত। স্লগ ওভারেও ব্যাটাররা আক্রমণাত্মক হওয়ায় উইকেট আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঝের ওভারে উইকেট নেওয়া, প্রতিপক্ষকে রান করতে না দেওয়া। জুটিতে এই কাজটাই করতেন কুলদীপ, চাহাল। এখন দু-জন দু-প্রান্তে।

Yuzvendra Chahal-Kuldeep Yadav: বন্ধুর পাঁচের দিনে কাউন্টিতে খাতা খুললেন চাহাল
Image Credit: twitter, AFP
| Updated on: Sep 12, 2023 | 2:39 AM
Share

কলকাতা: একটা সময় ভারতীয় ক্রিকেটে সুপার হিট জুটি হয়েছিলেন যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। একজন ডান হাতি রিস্ট স্পিনার, আর এক জন বাঁ হাতি। উইকেটের পিছনে থাকতেন মহেন্দ্র সিং ধোনি। সারাক্ষণ দু-জনকে কিছু না কিছু পরামর্শ দিয়ে যাচ্ছেন। ওয়ান ডে ক্রিকেটে পেসাররা নতুন বলে উইকেট নেবেন, প্রত্যাশিত। স্লগ ওভারেও ব্যাটাররা আক্রমণাত্মক হওয়ায় উইকেট আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঝের ওভারে উইকেট নেওয়া, প্রতিপক্ষকে রান করতে না দেওয়া। জুটিতে এই কাজটাই করতেন কুলদীপ, চাহাল। কখনও কুলদীপ রান আটকে চাপ তৈরি করতেন, চাহাল উইকেট নিতেন, কখনও ঠিক উল্টো। বোলিংয়েও পার্টনারশিপ হয়, বোঝা যেত ওদের দেখে। এখন দু-জন দু-প্রান্তে। কুলদীপ যাদব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন, বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছেন। অন্য দিকে, বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া যুজবেন্দ্র চাহাল খেলছেন কাউন্টি ক্রিকেটে। স্বপ্ন টেস্ট খেলা। কুলদীপের পাঁচ উইকেটের ‘রাতে’ কাউন্টিতে উইকেটের খাতা খুললেন যুজবেন্দ্র চাহাল। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। রানের নিরিখে পাকিস্তানের বিরুদ্ধে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। বিরাট কোহলি, লোকেশ রাহুলের সেঞ্চুরির পর এত বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কুলদীপ যাদব। ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়ে পাঁচ উইকেট। ম্যাচ শেষে বলেন, ‘গত এক বছর ভালো ছন্দে রয়েছি। ধারাবাহিকতা উপভোগ করছি। চার উইকেট নেওয়ার পর আর পঞ্চম উইকেটের জন্য ভাবি না। তখন শুধুই ভালো লাইন লেন্থে বোলিংয়ে নজর থাকে। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি। ওদের বেশির ভাগ সম্পর্কেই জানা। স্পিনের বিরুদ্ধে কে কেমন সেটা জানি বলে সে ভাবেই পরিকল্পনা তৈরি রেখেছিলাম।’

রবিবারই কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে অভিষেক হয় যুজবেন্দ্র চাহালের। কেন্ট প্রথমে ব্যাট করে। দ্বিতীয় দিন বোলিংয়ের সুযোগ এই ডান হাতি লেগ স্পিনারের। নটিংহ্যামশায়ারেন লিন্ডন জেমসকে বোল্ড করে কাউন্টিতে উইকেটের খাতা খোলেন চাহাল। এরপর ম্যাথু মন্টেগমোরি এবং কেলভিন হ্যারিসনের উইকেট নেন। প্রথম ইনিংসে এখনও অবধি ২০ ওভারে ৫২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে, হয়তো টেস্ট খেলার স্বপ্ন পূরণও হতে পারে!