Ajinkya Rahane : ইংল্যান্ডে সাফল্যের রহস্য কী? ব্যাখ্যা করলেন রাহানে…

IND vs AUS, WTC FINAL 2023 : ইংল্যান্ডের পরিস্থিতিতে রাহানের মতো অভিজ্ঞ ব্যাটার থাকায় ভারতীয় ব্যাটিং লাইন আপ শক্তিশালী হবে এ বিষয়ে সন্দেহ নেই। ইংল্যান্ডে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রাহানের। এখানে সাফল্যের রহস্য কী?

Ajinkya Rahane : ইংল্যান্ডে সাফল্যের রহস্য কী? ব্যাখ্যা করলেন রাহানে...
Image Credit source: BCCI Screengrab
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 8:37 PM

লন্ডন : আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ হয়ে গেল? জাতীয় দল থেকে বাদ পড়ার পর এমনটাই মনে হয়েছিল। গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়েন রাহানে ও পূজারা। নির্বাচকরা জানিয়েছিলেন, নতুনদের সুযোগ দিতে রাহানে-পূজারাকে বিশ্রাম দেওয়া হল। পূজারা দ্রুত ফিরলেও রাহানের বিশ্রাম এত দীর্ঘ হবে! বাকিদের ভরসা না থাকলেও রাহানে ভরসা রেখেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছেন। আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্সের মাঝেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল স্কোয়াডে ডাক আসে অজিঙ্ক রাহানের। ইংল্যান্ডের পরিস্থিতিতে রাহানের মতো অভিজ্ঞ ব্যাটার থাকায় ভারতীয় ব্যাটিং লাইন আপ শক্তিশালী হবে এ বিষয়ে সন্দেহ নেই। ইংল্যান্ডে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রাহানের। এখানে সাফল্যের রহস্য কী? বোর্ডের একটি সাক্ষাৎকারে নানা বিষয়ে ব্যাখ্যা করলেন রাহানে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।

জাতীয় দলে প্রত্যাবর্তন প্রসঙ্গে অজিঙ্ক রাহানে বলছেন, ‘দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। সম্ভবত ১৮-১৯ মাস পর ফিরলাম। স্বাভাবিক ভাবেই আমার কাছে স্পেশাল অনুভূতি। নিজের ব্যাটিং ছন্দ ধরে রাখতে চাই। ফরম্যাট নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চাই না। টি-টোয়েন্টি খেলেছি, এখন টেস্ট, এ সব নিয়ে বেশি ভাবলেই বরং সমস্যা হতে পারে। যে ছন্দে ব্যাট করছি, অতিরিক্ত ভেবে পরিস্থিতি জটিল করতে চাই না। ক্রিকেটই খেলতে হবে। সব কিছু সহজ রাখতে চাই, ব্যাটিং উপভোগ করতে চাই। সেটাই বরং ভালো।’

রাহানে আরও যোগ করলেন, ‘আমার কাছে আবেগেরও মুহূর্ত। যেটা বলছিলাম, ১৮-১৯ মাস পর জাতীয় দলে কামব্যাক। যখন বাদ পড়ি, পরিবার পাশে থেকেছে। সেটা খুবই জরুরি ছিল। স্বপ্ন ছিল, আবারও দেশের হয়ে খেলব। দেশের হয়ে খেলা আমার কাছে বাড়তি গুরুত্ব রাখে। ফিটনেস এবং ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। ঘরোয়া ক্রিকেটে ফিরি। সেখানেও ভালো পারফরম্যান্স হয়েছে। জাতীয় দলে ফের ডাক পাওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পরিবারের কাছেও মুহূর্তটা স্পেশাল।’

ইংল্যান্ডে সাফল্যের রহস্য কী? রাহানে ব্যাখ্যা করলেন, ‘ইংল্যান্ডে পিচ নয়, পরিস্থিতি অনুযায়ী খেলতে হয়। কত রানে খেলছি সেটা বড় কথা নয়। আবহাওয়া মেঘলা হলে বোলাররা সুবিধা পাবে, রোদ উঠলে ব্যাটিংয়ের জন্য একটু সুবিধা থাকবে। সুতরাং, পিচ নয়, সেই মুহূর্তে পরিস্থিতি কী রয়েছে সেটা অনুযায়ী ব্যাট করতে হবে।’