ICC Team: আইসিসি বর্ষসেরা টেস্ট টিমে নেই ভারতের কোনও ব্যাটার!

ICC ODI Team of The Year 2023: আইসিসির বর্ষসেরা টেস্ট ভারতের মাত্র দু-জন প্রতিনিধি। স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। বর্ষসেরা টিমে দুই ওপেনার অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা এবং শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। গত বছর দিমুথ মাত্র ৬টি টেস্ট খেলেছে। ৬০-এর ওপর ব্যাটিং গড় শ্রীলঙ্কা টেস্ট অধিনায়কের। ব্যাটিং অর্ডার অনুযায়ী তিন নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চারে ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক জো রুট।

ICC Team: আইসিসি বর্ষসেরা টেস্ট টিমে নেই ভারতের কোনও ব্যাটার!
Image Credit source: ICC

Jan 23, 2024 | 4:07 PM

কলকাতা: টি-টোয়েন্টি টিমের নেতৃত্বে ভারতের সূর্যকুমার যাদব। ওয়ান ডে টিমের নেতৃত্বে রোহিত শর্মা। আইসিসির বর্ষসেরা টিমে সাদা বলে মূলত দাপট ছিল ভারতের। যদিও বর্ষসেরা টেস্ট টিমে জায়গা হল না ভারতের কোনও ব্যাটারের। আইসিসির ঘোষিত বর্ষসেরা একাদশে ভারতের মাত্র দু-জন ক্রিকেটার। টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আধিপত্য আইসিসির বর্ষসেরা লাল-বলের টিমে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইসিসির বর্ষসেরা টেস্ট ভারতের মাত্র দু-জন প্রতিনিধি। স্পিন বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা। বর্ষসেরা টিমে দুই ওপেনার অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা এবং শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। গত বছর দিমুথ মাত্র ৬টি টেস্ট খেলেছে। ৬০-এর ওপর ব্যাটিং গড় শ্রীলঙ্কা টেস্ট অধিনায়কের। ব্যাটিং অর্ডার অনুযায়ী তিন নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চারে ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক জো রুট।

প্রত্য়াশিত ভাবেই বর্ষসেরা টেস্ট টিমে রয়েছেন ট্রাভিস হেড। টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। গত বছর মাত্র দু-জন ব্যাটারই টেস্টে ৯০০ পেরিয়েছিলেন। তার মধ্যে একজন ট্রাভিস হেড। কিপার হিসেবে বর্ষসেরা টিমে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। নেতৃত্বে তর্কাতীত ভাবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর সঙ্গে পেসার হিসেবে মিচেল স্টার্ক এবং অ্যাসেজ সিরিজেই অবসর নেওয়া ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

ঘোষিত টিম: উসমান খোয়াজা, দিমুথ করুণারত্নে, কেন উইলিয়ামসন, জো রুট, ট্রাভিস হেড, রবীন্দ্র জাডেজা, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, স্টুয়ার্ট ব্রড