Yashasvi Jaiswal and Shubman Gill : বাবর-রিজওয়ানের রেকর্ড ভেঙে চূর্ণ করল গিল-যশস্বী জুটি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি ২০ ম্যাচে রানের ফুলঝুরি ছোটাল যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল জুটি। এই জুটির রানের উপর ভর করে সিরিজে সমতা ফেরাল ভারত।
ফ্লোরিডা : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (Ind vs WI) পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতীয় দলের ওপেনিং জুটি ছিল ফ্লপ। ঈশান কিশান এবং শুভমান গিলের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া তৃতীয় টি ২০তে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) অভিষেকের সুযোগ দেন। সেই ম্যাচে যশস্বীর ব্যাটে এসেছিল মাত্র ১ রান। যদিও এই তরুণ ব্যাটারের উপর আস্থা হারাননি হার্দিক। ক্যাপ্টেনের ভরসার মান রাখলেন। চতুর্থ টি ২০ ম্যাচে ওপেনিংয়ে শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে রেকর্ড জুটি গড়েন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ে গিল এবং যশস্বী ১৬৫ রানের পার্টনারশিপ খেলেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের রেকর্ড পার্টনারশিপকে পিছনে ফেলে ইতিহাস গড়লেন গিল-যশস্বী। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শনিবার রাতে চতুর্থ টি ২০তে ভারতের সামনে ১৭৯ রানের লক্ষ্য রাখে ক্যারিবিয়ানরা। রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের জুটি জিতিয়ে দিয়েছে ভারতকে। গিল এবং যশস্বীকে এদিন নির্ভয়ে খেলতে দেখা যায়। দু’জনেই ১৫.৩ ওভারে ১৬৫ রানের জুটি গড়েন। এরপর গিল ৪৭ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৭৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম জুটি হিসেবে টি ২০তে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েছেন যশস্বী ও গিল। আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটির নামে। ১৫৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন তাঁরা। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি ২০তে দুই ভারতীয় ব্যাটারের যে কোনও উইকেটে এটাই সর্বাধিক রানের জুটি। এর আগে রোহিত শর্মা ও কেএল রাহুলের মধ্যে প্রথম উইকেটে ১৩৫ রানের পার্টনারশিপ ছিল।
৭৭ রান করেন গিল। যশস্বী ৫১ বলে ১১টি চার ও ৩ টি ছয়ে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ভারত প্রথম ১৭ ওভারে ১৭৯ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতেছে । এই জয়ে ৫ ম্যাচের সিরিজ এখন ২-২ সমতায়। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের শেষ এবং পঞ্চম টি ২০ ম্যাচ হবে ১৩ অগস্ট।