Yashasvi Jaiswal: ১ বলে ১২ রান যশস্বী জয়সওয়ালের! সিকান্দার রাজার স্পিনে বোল্ড

Jul 14, 2024 | 5:07 PM

India Tour of Zimbabwe: বিশ্বজয়ী দলের সদস্য যশস্বী জয়সওয়াল। তবে বিশ্বকাপে এক ম্যাচেও খেলার সুযোগ পাননি। খিদেটা বাড়ছিল। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে দেরি হয়েছিল ভারতীয় টিমের। দেশে ফিরে তারপর জিম্বাবোয়েতে পৌঁছন বিশ্বজয়ী টিমের তিন সদস্য। তৃতীয় টি-টোয়েন্টি থেকে সরাসরি একাদশে বিশ্বজয়ী দলের তিন সদস্য।

Yashasvi Jaiswal: ১ বলে ১২ রান যশস্বী জয়সওয়ালের! সিকান্দার রাজার স্পিনে বোল্ড
Image Credit source: X

Follow Us

টি-টোয়েন্টিতে স্পিনাররা বোলিং ওপেন করছেন, এমনটা নিয়মিত হয়ে থাকে। ভারত-জিম্বাবোয়ে সিরিজে একাধিক বার হয়েছে। অফস্পিনার ব্রায়ান বেনেটকে দিয়ে বোলিং ওপেন করিয়েছেন সিকান্দার রাজা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে উচ্ছ্বসিত ছিলেন। প্রথম চার ম্যাচেই টস জিতেছিলেন শুভমন গিল। তবে টস হেরে হতাশ নন শুভমন। তাঁরও ইচ্ছে ছিল, প্রথমে ব্যাটিংই করবেন। আগের দিনই ১০ উইকেটে জিতেছে ভারত। শুভমন গিল ও যশস্বী জয়সওয়ালের অবিচ্ছিন্ন জুটি রান তাড়া করে জেতায়। যশস্বী ৯৩ রানে অপরাজিত থাকেন। শেষ ম্যাচটাও দুর্দান্ত ভাবে শেষ করাতেই নজর ছিল। সেটা অবশ্য হল না।

বিশ্বজয়ী দলের সদস্য যশস্বী জয়সওয়াল। তবে বিশ্বকাপে এক ম্যাচেও খেলার সুযোগ পাননি। খিদেটা বাড়ছিল। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে দেরি হয়েছিল ভারতীয় টিমের। দেশে ফিরে তারপর জিম্বাবোয়েতে পৌঁছন বিশ্বজয়ী টিমের তিন সদস্য। তৃতীয় টি-টোয়েন্টি থেকে সরাসরি একাদশে বিশ্বজয়ী দলের তিন সদস্য। প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করলেও বড় ইনিংস আসেনি যশস্বীর ব্যাটে। গত কাল চতুর্থ টি-টোয়েন্টিতে অপরাজিত ৯৩। শেষ ম্যাচেও বিধ্বংসী শুরু।

পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে বোলিং ওপেন করেন জিম্বাবোয়ে ক্যাপ্টেন সিকান্দার রাজা। প্রথমটিই নো বল। টাঙিয়ে ছয় মারেন যশস্বী জয়সওয়াল। পরের বলে আরও একটি ছয়। ফলে সরকারি ভাবে ১ বলে ১২ রান যশস্বীর! যেহেতু প্রথম ডেলিভারিটি নো ছিল। বিধ্বংসী শুরু অবশ্য দীর্ঘস্থায়ী হল না। ওভারের চতুর্থ ডেলিভারিতে বলের লাইন মিস করেন যশস্বী। ক্লিন বোল্ড। সফরে তাঁর প্রথম অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টিতে স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন যশস্বী। এ দিনই সিকান্দার রাজার স্পিনেই ফিরলেন।

Next Article