IPL 2025, Yashasvi Jaiswal: লাথি মেরেছিলেন… সেই কারণেই কি মুম্বই ছাড়তে হচ্ছে যশস্বীকে?
IPL 2025, Rajasthan Royals: মুম্বইয়ের হয়ে নিজেকে মেলে ধরেছিলেন। রঞ্জি ট্রফিতে ঝুরিঝুরি রান তাঁকে পৌঁছে দিয়েছিল ভারতীয় দলে। উত্তর প্রদেশে জন্মানো এই তারকা প্লেয়ার এই মুহূর্তে ব্যস্ত আইপিএল নিয়ে। রাজস্থান রয়্যালসের হয়ে এ মরসুমে এখনও মেলে ধরতে পারেননি।

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেও ভারতীয় ক্রিকেট মহলে হট টপিক যশস্বী জয়সওয়ালের দল-বদল। মুম্বই ছেড়ে গোয়া পাড়ি দিচ্ছেন তিনি। তাদের হয়েই আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে। ভারতীয় ক্রিকেটের নতুন মুখদের মধ্যে যশস্বীই এখন অন্যতম সেরা ব্যাটসার এক সময় রাত কেটেছে শিবাজি পার্কের ক্লাব তাঁবুতে। সে সব দিন পেরিয়ে মুম্বইয়ের হয়ে নিজেকে মেলে ধরেছিলেন। রঞ্জি ট্রফিতে ঝুরিঝুরি রান তাঁকে পৌঁছে দিয়েছিল ভারতীয় দলে। উত্তর প্রদেশে জন্মানো এই তারকা প্লেয়ার এই মুহূর্তে ব্যস্ত আইপিএল নিয়ে।
যশস্বী কেন মুম্বই ছেড়ে গোয়া যাচ্ছেন? মুম্বই ড্রেসিংরুমের কোনও ঝামেলার জেরে কি দল ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি? সেই কারণ এতদিনে প্রকাশ্যে এল। ২০২২ সালে দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন মুম্বই ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে শাস্তি দিয়েছিলেন যশস্বীকে। যার জেরে রাহানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন যশস্বী। জয়সওয়ালকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলেন রাহানে। এই ঘটনাকেই জয়সওয়ালের মুম্বই ছাড়ার কারণ হিসেবে ধরা হচ্ছে। ঠিক কী ঘটেছিল সে দিন? দলীপ ট্রফির ওই ম্যাচে ২৬৫ রানের অনবদ্য ইনিংস খেলছিলেন বাঁ হাতি ওপেনার। ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষ টিমের রবি তেজাকে স্লেজিং করার জন্য ব্যাপক চটে যান মুম্বই ক্যাপ্টেন রাহানে। যশস্বীকে তখনই মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন।
মুম্বই ক্রিকেট সংস্থাও যশস্বীর ওই আচরণ মেনে নিতে পারেনি। এক তরুণ ক্রিকেটারের এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলে তারা। সূত্রের খবর, ওই ঘটনার পরে রেগে গিয়ে রাহনের কিট ব্যাগে লাথি মারেন যশস্বী। ৩ বছর পেরিয়ে গেলেও ওই ঘটনা এখনও যে ভোলেননি যশস্বী, তা বোঝাই যাচ্ছে। সেই কারণেই মুম্বই ম্যানেজমেন্টর উপর অসন্তুষ্টি রয়ে গিয়েছে তাঁর। আর তাই এই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। যশস্বী অবশ্য বলেছেন, “আজ যেখানে দাঁড়িয়ে রয়েছি, তার অনেকটাই অবদান মুম্বই টিমের জন্য। গোয়া আমাকে নতুন একটা সুযোগ দিয়েছে। অধিনায়কত্ব করার প্রস্তাবও দেওয়া হয়েছে। যখন আমার দেশের হয়ে খেলা থাকবে না, তখন আমি গোয়ার হয়ে খেলব।”





