Youngsters In IPL: আইপিএলে মাতাচ্ছেন তরুণরা, গাভাসকররা ভরাচ্ছেন প্রশংসায়
IPL 2022: ব্রায়েন লারা, সুনীল গাভাসকর সহ বিভিন্ন কিংবদন্তী ক্রিকেটার প্রশংসা করেছেন অর্শদীপ সিং, উমরান মালিক ও রিয়ান পরাগদের মতো উঠতিদের
কলকাতা: চলতি আইপিএলে (IPL 2022) অল্প সময়ের মধ্যেই রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) রিয়ান পরাগ (Riyan Parag), সানরাইজার্সে হায়দরাবাদের (Sunrisers Hyderabad) উমরান মালিক (Umran Malik) সহ বহু তরুণ প্রতিভা নিজেদের জাত চিনিয়েছেন। আর তাঁদের এই প্রতিভায় মুগ্ধ ক্রিকেটের কিংবদন্তিরা। ব্রায়ান লারা (Brian Lara), সুনীল গাভাসকর (Sunil Gavaskar) সহ বিভিন্ন কিংবদন্তি ক্রিকেটার প্রশংসা করেছেন অর্শদীপ সিং (Arshdeep Singh), উমরান মালিক ও রিয়ান পরাগদের মতো উঠতিদের। ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতে, পঞ্জাব কিংসের বাঁ হাতি পেস বোলার অর্শদীপ সিংয়ের ডেথ ওভার বোলিং মারাত্মক। জাতীয় দলে খুব তাড়াতাড়িই তিনি জায়গা করে নেবেন।
এক টিভি শোয়ে শাস্ত্রী বলেছেন, ‘এত তরুণ চাপের মধ্যে একটানা চমৎকার বোলিং করে যাচ্ছে। দেখতে দুর্দান্ত লাগছে। অর্শদীপ চাপের মধ্যেও স্নায়ু ধরে রাখতে পারে। ও ডেথ ওভারে যথেষ্ট ভালো বল করছে। এর থেকেই বোঝা যাচ্ছে, অর্শদীপ ক্রমাগত উন্নতি করছে। খুব তাড়াতাড়ি হয়তো ও ভারতীয় দলে ডাক পাবে।’
ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ব্রায়ান লারা আবার সানরাইজার্স হায়দরাবাদের পেস বোলার উমরান মালিকের প্রশংসা করেছেন। জম্মু-কাশ্মীরের পেসার সম্পর্কে তাঁর মত, ‘খুব তাড়াতাড়ি উমরানকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। উমরান মালিককে দেখে আমার ফিডল এডওয়ার্ডসের কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু আইপিএলে বেশির ভাগ ব্যাটারই পেস বল খেলতে ভালোবাসে। তবে ও যত খেলবে অভিজ্ঞ হবে। উমরানের শেখার ক্ষমতা খুব ভালো, তাই এই ধরনের একজন পেসারকে ভবিষ্যতে ভারতের হয়ে খেলতে দেখতে পাওয়া, একটি অসাধারণ ব্যাপার।’
মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটার তিলক ভার্মার আত্মবিশ্বাসী ব্যাটিং নজর কেড়েছে অনেকেরই। ১৯ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটারের পারফরম্যান্সে প্রভাবিত হয়েছেন সুনীল গাভাসকর, ইরফান পাঠান ও হরভজন সিংয়ের মতো খেলোয়াড়রা। ম্যাচে অবস্থা বুঝে ব্যাট করার তাঁর সহজাত প্রতিভা দেখে খুশি সানি। তিনি ৩০ বা ৪০ রানের ইনিংসগুলিকে এ বার ৬০ বা ৭০ রানের ইনিংসে পরিণত করুন, চাইছেন এই ভারতীয় কিংবদন্তি। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৫০ রানের ইনিংস দেখে আপ্লুত হরভজন সিং। টার্বুনেটর হরভজন সিংয়ের মতে, অর্ধ শতরানের মাধ্যমে তিনি প্রমাণ করে দিলেন যে তিনি ভারতীয় ক্রিকেটে অবতীর্ণ হয়েছেন। রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্টের তাঁর উপর যে আস্থা রেখে ছিল, তা রিয়ান প্রমাণ করেছেন। কিন্তু এ বার তার আরও দায়িত্ব নেওয়ার সময় এসে গিয়েছে। যোগ করেছেন হরভজন সিং।
এছাড়াও আয়ুষ বাদোনি, শুভমন গিলের মতো ভবিষ্যতের তারকারাও এই আইপিএলে দুর্দান্ত খেলছেন। আইপিএলে ইতিমধ্যে অর্ধেক টুর্নামেন্ট শেষ হয়েছে। এখনও বাকি অর্ধেক টুর্নামেন্ট। এর মধ্যে হয়তো উঠে আসবে আরও অনেক নতুন মুখ। তাদের মধ্যেই ভারতীয় ক্রিকেট খুঁজে পাবে ভবিষ্যতের বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকরকে।